
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনার সিদ্ধান্তকে "দেশের জন্য ইতিবাচক অগ্রগতি" হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও রপ্তানি খাতের জন্য একটি শুভসংবাদ।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরার আজমপুরে ‘জুলাই শহীদ স্মরণে’ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, “মার্কিন বাজারে শুল্ক হ্রাস করায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কূটনৈতিক প্রচেষ্টা প্রশংসনীয়। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”
এসময় তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, “যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। পূর্ণাঙ্গ তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ প্রয়োজন, যদিও সরকার এখনো পুরোপুরি সফল হয়নি—তবে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতেও আমরা কৃতজ্ঞ।”
বিএনপি মহাসচিব বলেন, “মানুষ এখন আর কেবল বক্তব্যে সন্তুষ্ট নয়। জনগণ চায় বাস্তব পরিবর্তন—একটি সত্যিকারের গণতন্ত্র, যেখানে ভোটাধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং যারা দুর্নীতি ও লুটপাটে লিপ্ত, তাদের বিচার হবে।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন থেকে আপাতত মুক্ত হয়েছি। তবে এই মুক্তি তখনই পূর্ণ হবে, যখন যারা চাঁদাবাজি, ব্যাংক লুট এবং দুর্নীতিতে জড়িত—তাদের বিরুদ্ধে চূড়ান্ত রাজনৈতিক অবস্থান নেওয়া হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগ যেন ভুলে না যাই। এদেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের আদর্শ বুকে ধারণ করে আমাদেরই নতুন বাংলাদেশ গড়তে হবে।”
শেষে তিনি বলেন, “আজকে আমরা সবাই একসঙ্গে একটি সুন্দর, নিরাপদ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি—যেখানে মানুষ মর্যাদার সঙ্গে বাঁচবে, নিরাপদে মত প্রকাশ করতে পারবে, এবং নেতৃত্ব নির্বাচনের পূর্ণ অধিকার পাবে।”
বিষয় : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শনিবার, ০২ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে