রোববার, ১৭ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

জান্নাত পাওয়ার সহজ আমল

জান্নাত পাওয়ার সহজ আমল
জান্নাত পাওয়ার সহজ আমল

একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য — জান্নাত। এই জান্নাতের জন্যই একজন মুসলমান জীবনের বহু আরাম-আয়েশ ছাড়েন। ঘুমকে হার মানিয়ে ফজরের নামাজ আদায় করেন, রোদে-পুড়ে জুমার খুৎবা শোনেন। শুধু একটাই আশা — পরকালে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের স্থায়ী জীবন।

জান্নাতে যাওয়ার পথ যে খুব কঠিন, তা সবসময় ঠিক নয়। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন কিছু সহজ আমলের কথা বলেছেন, যেগুলো আমাদের কাছে তুচ্ছ মনে হতে পারে — কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান।

কাঁটা সরানোর গল্প: এক সাধারণ কাজ, এক অসাধারণ ফল

সহীহ বুখারি ও সহীহ মুসলিমে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন —
“এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দিয়েছিল, যাতে মানুষ কষ্ট না পায়। এই কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করান।”

অন্য বর্ণনায় আছে, সে ব্যক্তি কাঁটা দেখে চিন্তা করেছিল, "এটা সরিয়ে দিলে হয়তো অন্য কেউ কষ্ট পাবে না।" এই নিয়তেই আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন। (মুসলিম)

এ ধরনের ছোট ছোট কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব — যদি নিয়ত থাকে খাঁটি।

রাস্তার পরিচ্ছন্নতা ও আমাদের অবহেলা

রাসুল (সা.) বলেছেন, “আমি আমার উম্মতের আমল দেখতে পাই। এমনকি কেউ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালে সেটিও আমার সামনে উপস্থিত করা হয়।” (মুসলিম)

আজ আমাদের শহরের চিত্র যদি দেখা হয় — তাহলে প্রশ্ন জাগে, আমরা কি রাসুলের এসব হাদিস সত্যিই বিশ্বাস করি? যদি করতাম, তাহলে রাস্তা-ঘাটে এত ময়লা থাকত না, আমরা নিজেরাই তা পরিষ্কার করতাম। শুধুমাত্র জান্নাতের আশায়।

সহজ কিছু আমল: ইমান, সদকা, উপদেশ

হজরত আবূ যার (রাঃ) রাসুল (সা.)-কে প্রশ্ন করেছিলেন —
“কোন আমল একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে?”
রাসুল (সা.) বললেন:
“আল্লাহর প্রতি ঈমান।”
— “আর যদি তা থাকে, তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করা।”
— “যদি তার সামর্থ্য না থাকে?”
— “তবে ভালো কাজের আদেশ ও খারাপ কাজ থেকে নিষেধ করবে।”
— “যদি সে দুর্বল হয়?”
— “তাহলে কাজ না জানে এমন কাউকে কিছু শেখাবে।”
— “নিজেই যদি কিছু না জানে?”
— “একজন নির্যাতিতকে সাহায্য করবে।”
— “আর যদি তাও না পারে?”
— “তাহলে অন্যদের কষ্ট না দেওয়াটাই হোক তার আমল।”

আবু যার (রাঃ) বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, “এতটুকু করলেই কি জান্নাত পাওয়া যাবে?”
রাসুল (সা.) বললেন, “হ্যাঁ, ইমানের পরে কেউ যদি এর একটি আমলও করে — আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন।” (বায়হাকি)

কাউকে কষ্ট না দেওয়া: সবচেয়ে সহজ ইবাদত

এই হাদিসগুলো থেকে একটা বিষয় পরিষ্কার — কাউকে কষ্ট না দেওয়া নিজেই একটি পূর্ণাঙ্গ ইবাদত। কোনো খরচ নেই, কষ্ট নেই — শুধু নিয়ন্ত্রণ দরকার নিজের আচরণ, ভাষা, ও মনোভাবের ওপর। কিন্তু আজ আমাদের সমাজে অন্যকে কথা, কাজ, মন্তব্যে আঘাত করা যেন খুব স্বাভাবিক হয়ে গেছে। অথচ এসবই হতে পারে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ।

বিষয় : জান্নাত আমল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৭ আগস্ট ২০২৫


জান্নাত পাওয়ার সহজ আমল

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৫

featured Image
একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য — জান্নাত। এই জান্নাতের জন্যই একজন মুসলমান জীবনের বহু আরাম-আয়েশ ছাড়েন। ঘুমকে হার মানিয়ে ফজরের নামাজ আদায় করেন, রোদে-পুড়ে জুমার খুৎবা শোনেন। শুধু একটাই আশা — পরকালে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের স্থায়ী জীবন।জান্নাতে যাওয়ার পথ যে খুব কঠিন, তা সবসময় ঠিক নয়। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন কিছু সহজ আমলের কথা বলেছেন, যেগুলো আমাদের কাছে তুচ্ছ মনে হতে পারে — কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান।কাঁটা সরানোর গল্প: এক সাধারণ কাজ, এক অসাধারণ ফলসহীহ বুখারি ও সহীহ মুসলিমে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেছেন — “এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দিয়েছিল, যাতে মানুষ কষ্ট না পায়। এই কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করান।”অন্য বর্ণনায় আছে, সে ব্যক্তি কাঁটা দেখে চিন্তা করেছিল, "এটা সরিয়ে দিলে হয়তো অন্য কেউ কষ্ট পাবে না।" এই নিয়তেই আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন। (মুসলিম)এ ধরনের ছোট ছোট কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব — যদি নিয়ত থাকে খাঁটি।রাস্তার পরিচ্ছন্নতা ও আমাদের অবহেলারাসুল (সা.) বলেছেন, “আমি আমার উম্মতের আমল দেখতে পাই। এমনকি কেউ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালে সেটিও আমার সামনে উপস্থিত করা হয়।” (মুসলিম)আজ আমাদের শহরের চিত্র যদি দেখা হয় — তাহলে প্রশ্ন জাগে, আমরা কি রাসুলের এসব হাদিস সত্যিই বিশ্বাস করি? যদি করতাম, তাহলে রাস্তা-ঘাটে এত ময়লা থাকত না, আমরা নিজেরাই তা পরিষ্কার করতাম। শুধুমাত্র জান্নাতের আশায়।সহজ কিছু আমল: ইমান, সদকা, উপদেশহজরত আবূ যার (রাঃ) রাসুল (সা.)-কে প্রশ্ন করেছিলেন — “কোন আমল একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে?” রাসুল (সা.) বললেন: — “আল্লাহর প্রতি ঈমান।” — “আর যদি তা থাকে, তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করা।” — “যদি তার সামর্থ্য না থাকে?” — “তবে ভালো কাজের আদেশ ও খারাপ কাজ থেকে নিষেধ করবে।” — “যদি সে দুর্বল হয়?” — “তাহলে কাজ না জানে এমন কাউকে কিছু শেখাবে।” — “নিজেই যদি কিছু না জানে?” — “একজন নির্যাতিতকে সাহায্য করবে।” — “আর যদি তাও না পারে?” — “তাহলে অন্যদের কষ্ট না দেওয়াটাই হোক তার আমল।”আবু যার (রাঃ) বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, “এতটুকু করলেই কি জান্নাত পাওয়া যাবে?” রাসুল (সা.) বললেন, “হ্যাঁ, ইমানের পরে কেউ যদি এর একটি আমলও করে — আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন।” (বায়হাকি)কাউকে কষ্ট না দেওয়া: সবচেয়ে সহজ ইবাদত এই হাদিসগুলো থেকে একটা বিষয় পরিষ্কার — কাউকে কষ্ট না দেওয়া নিজেই একটি পূর্ণাঙ্গ ইবাদত। কোনো খরচ নেই, কষ্ট নেই — শুধু নিয়ন্ত্রণ দরকার নিজের আচরণ, ভাষা, ও মনোভাবের ওপর। কিন্তু আজ আমাদের সমাজে অন্যকে কথা, কাজ, মন্তব্যে আঘাত করা যেন খুব স্বাভাবিক হয়ে গেছে। অথচ এসবই হতে পারে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত