শনিবার, ০২ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অনেকে বলছেন যে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু, যদি এই গণ-অভ্যুত্থান না হতো, তাহলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান এবং সরকার পতনের দিকে যদি আমরা আন্দোলন না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আরও চার বছর অপেক্ষা করতে হতো।’

তিনি বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মতো প্রকাশ নিশ্চিত করতে চাই।’

সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রায়’ অংশগ্রহণ করে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতির দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনিতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভেতরে দুঃখজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তের আহ্বান জানিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর জামালপুরে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেননি। রাজনীতি এক গডফাদারের কাছে জিম্মি ছিল। আমরা সেই জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করেছি। তাই আপনাদের এনসিপির রাজনীতিকে সমর্থন দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসা উচিত।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের তমালতলা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে (ফৌজদারি মোড়ে) গিয়ে শেষ হয়। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিষয় : নাহিদ ইসলাম

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০২ আগস্ট ২০২৫


গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অনেকে বলছেন যে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু, যদি এই গণ-অভ্যুত্থান না হতো, তাহলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান এবং সরকার পতনের দিকে যদি আমরা আন্দোলন না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আরও চার বছর অপেক্ষা করতে হতো।’তিনি বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মতো প্রকাশ নিশ্চিত করতে চাই।’সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রায়’ অংশগ্রহণ করে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতির দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনিতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভেতরে দুঃখজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তের আহ্বান জানিয়েছিলাম।’তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর জামালপুরে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেননি। রাজনীতি এক গডফাদারের কাছে জিম্মি ছিল। আমরা সেই জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করেছি। তাই আপনাদের এনসিপির রাজনীতিকে সমর্থন দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসা উচিত।’সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের তমালতলা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে (ফৌজদারি মোড়ে) গিয়ে শেষ হয়। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত