সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তার বদলি, এনটিআরসিএতেও রদবদল

নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তার বদলি, এনটিআরসিএতেও রদবদল
ছবি সংগৃহীত

নির্বাচন ব্যবস্থায় গতিশীলতা আনতে নির্বাচন কমিশন (ইসি) একযোগে ৭১ জন কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির খবর জানানো হয়।

আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ৪ আগস্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের অবমুক্ত বলে বিবেচিত হবে।

বদলিকৃত কর্মকর্তাদের বেশিরভাগই উপজেলা ও থানার নির্বাচন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এই রদবদলের মাধ্যমে নির্বাচনি কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নিয়ে আসা হয়েছে ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে, যেখানে তিনি সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে প্রশাসনের আরও একটি গুরুত্বপূর্ণ রদবদলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।


বিষয় : ইসি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫


নির্বাচন কমিশনের ৭১ কর্মকর্তার বদলি, এনটিআরসিএতেও রদবদল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫

featured Image
নির্বাচন ব্যবস্থায় গতিশীলতা আনতে নির্বাচন কমিশন (ইসি) একযোগে ৭১ জন কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির খবর জানানো হয়।আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ৪ আগস্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের অবমুক্ত বলে বিবেচিত হবে।বদলিকৃত কর্মকর্তাদের বেশিরভাগই উপজেলা ও থানার নির্বাচন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এই রদবদলের মাধ্যমে নির্বাচনি কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।এছাড়া, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নিয়ে আসা হয়েছে ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে, যেখানে তিনি সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।এদিকে প্রশাসনের আরও একটি গুরুত্বপূর্ণ রদবদলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত