
ফেনী জেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন FPI Helping Hand Society রক্তদান প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে রক্তদাতা খুঁজুন নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ এহসানুল হক ফারহান এর সার্বিক সহযোগিতায় এই ওয়েবসাইট তৈরি করা হয়। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো সময় যে কেউ সহজেই প্রয়োজনীয় রক্তদাতা খুঁজে পাবে।
ওয়েবসাইটটিতে প্রতিটি রেজিস্টারকৃত রক্তদাতার বিস্তারিত তথ্য থাকবে—রক্তের গ্রুপ, ঠিকানা, ফোন নম্বর এবং (যদি দেন) ফেসবুক আইডি। রক্তপ্রত্যাশী ব্যক্তি ওয়েবসাইটে গিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী ডোনার বেছে নিতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি এবং সকলের জন্য উন্মুক্ত।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ তানভীর জানান, যখন ১,০০০–২,০০০ জন রেজিস্টার্ড ইউজার যুক্ত হবেন এবং ফান্ডিং সহায়তা আসবে, তখন আমরা ফেনী জেলার সব হাসপাতাল, ক্লিনিক ও ব্লাড ব্যাংকে একটি করে QR কোডসহ লিফলেট বা স্টিকার সংযুক্ত করব।”
তিনি আরও বলেন, “তখন হাসপাতালেই দাঁড়িয়ে কিউআর কোড স্ক্যান করে রক্তদাতা খোঁজা যাবে। আবার কেউ চাইলে সেখান থেকেই নিজেকে যুক্ত করতে পারবেন ডোনার হিসেবেও।”
এ উদ্যোগটি ফেনী জেলার রক্তদানের প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে এবং রক্ত খুঁজে পাওয়ার কাজকে করবে সহজ, দ্রুত ও সাশ্রয়ী।
সোমবার, ২৮ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে