
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার সেন্ট্রাল ফিশারিজের মৎস্য ভবনগুলোর দখল এখন পঞ্চম শ্রেণি পাশ সালাউদ্দিনের হাতে! বাবার মৃত্যুর পর কোনো সরকারি নিয়োগ বা অনুমতি ছাড়াই সালাউদ্দিন বিগত ১৮ বছর ধরে ভবনগুলো দখলে রেখে পরিচালনা করছে জমজমাট ব্যবসা।
জানা গেছে, পৈতৃক ভিটা ও সমবায়ের জমি মিশিয়ে গড়ে তুলেছে আইস মিল, কোল্ড স্টোর, আইসক্রিম ফ্যাক্টরি, টমটম গ্যারেজ এবং অসংখ্য দোকানপাট। এসবের কোনো বৈধ কাগজপত্র বা অনুমতি নেই।
সমবায়ের পক্ষ থেকে একাধিকবার তদন্ত ও উচ্ছেদ অভিযান চালানো হলেও ‘গোপন সেটেলমেন্ট’-এর মাধ্যমে বারবার ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে সালাউদ্দিন ও তার পরিবার অবৈধভাবে সম্পদ দখল করে পৈতৃক সম্পদের মতো ব্যবহার করে যাচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, “এভাবে রাষ্ট্রীয় সম্পদ দখলদারিত্বে পরিণত হলে ভবিষ্যতে সমবায় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়বে। সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”
সুশীল সমাজের দাবি, দৃষ্টান্তমূলক ব্যবস্থা ছাড়া বন্ধ হবে না এই অবৈধ আধিপত্য। সময় এসেছে, রাষ্ট্রীয় সম্পদকে বাঁচাতে কঠোর অবস্থান নেওয়ার।
রোববার, ২৭ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে