
নওগাঁর মান্দায় একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ১৪ মাইল নামক এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান। এসময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায় এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে,নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।
রোববার, ২৭ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে