
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের পথে লড়াই চালিয়ে যেতে চাই। আল্লাহর কাছে রক্তের চাদর নিয়ে যেতে চাই। অতীতে আমি অনেক ধরনের শাসন দেখেছি, কিন্তু সেগুলো আসলে শাসন ছিল না, বরং শোষণ ছিল।’
সুতরাং আমরা দেশ সেবার সুযোগ পেলে শাসক নয় সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই।’
মঙ্গলবার (২২ জুলাই) সকালে খুলনা জেলার দাকোপ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাকোপ উপজেলা জামায়াতের আমিরের সড়ক দুর্ঘটনায় নিহতের কথা তুলে ধরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চব্বিশে একজন আবু সাঈদকে হারিয়েছি। ২০২৫ সালে এসে আরো এক আবু সাঈদকে হারালাম।
এভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদের নিজের কাছে নিয়ে যান।’
তিনি বলেন, ‘চব্বিশের গণ-আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন এবং ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যাদের জীবন চলে গেছে, তাদের সবাইকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেন।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে বক্তৃতা দেওয়ার সময় তিনি দু’বার পড়ে গেলেও মনোবল হারাননি। চিকিৎসকের পরামর্শ থাকা সত্ত্বেও বিশ্রাম না নিয়ে তিনি দাকোপের শহীদ আবু সাঈদের বাড়িতে চলে এসেছেন।
এমন একজন মানবিক নেতার শাসন দেশবাসী দেখার অপেক্ষায় আছে।’
দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জি এম আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. অহিদুজ্জামানের পরিচালনায় এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
এদিন সকাল ১০ টার দিকে জামায়াত আমির হেলিকপ্টারযোগে দাকোপে পৌঁছে সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তার বাড়িতে গিয়ে পর্দার আড়ালে আবু সাঈদের স্ত্রী ও কন্যাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন। এ সময় তিনি বলেন, ‘আমরা আবু সাঈদের অভাব পূরণ করতে পারবো না, তবে সাধ্য অনুযায়ী পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।
পরে চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে পথসভায় বক্তৃতা শেষে হেলিকপ্টারযোগে তারা পাবনার উদ্দেশে রওয়ানা হন। সেখান থেকে রংপুর ও সুনামগঞ্জ হয়ে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে গত ১৯ জুলাই রাত পৌনে ৩ টার দিকে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ (৫২) শাহাদতবরণ করেন। এ সময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন।
বিষয় : জামায়াত আমির
বুধবার, ২৩ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে