
হাতিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্দ্যেগে জলবায়ু পরিবর্তন প্রকল্পের অধীনে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং ফর ইমার্জেন্সি রেস্পন্ডার গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দিন ব্যাপী জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কমিউনিটি হেলথ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ও প্রকল্প ওভারভিউ প্রেজেন্ট করেন সদর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার ইফতে খায়রুল প্রান্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আকবর হোসাইন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহমেদ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস চন্দ্র পাল। প্রধান শিক্ষক মুহাম্মদ সাখাওয়াত হোসেন।
অংশগ্রহণকারী হিসেবে ছিলেন হাতিয়া উপজেলার তমরদ্দি,সোনাদিয়া,বুড়িরচর, জাহাজমারা ইউনিয়নের ভলেন্টিয়ার গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে হাতিয়া ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আনোয়ার ইসলাম রুবেল। সহকারী হিসেবে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কমিউনিটি হেলথ ওয়ার্কার তানিয়া আক্তার ও এবং সামিনা বেগম উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আপনকালীন সময় রোগের প্রাদুর্ভাব লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা হয়। দুর্যোগ সময়ে রোগীর রেফারেল নিয়েও আলোচনা হয়। সরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে দুর্যোগকালিন অবস্থায় কিভাবে কাজ করতে হবে সেটার রূপরেখার প্রস্তাবনা উঠে আসে।
আলোচকরা ব্র্যাকের এরকম কার্যক্রম কে স্বাগত জানায়। এবং এই কার্যক্রম এর মাধ্যমে দুর্যোগ অবস্থায় যেনো দ্রুত সেবা পৌছে দেয়া যায় সেটার আশ্বাস ব্যাক্ত করেন।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে