শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে উন্নয়ন ও ন্যায়ের ভিত্তিতে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে। তবে এর আগে দরকার রাষ্ট্রীয় সংস্কার ও বিচার প্রতিষ্ঠা। আমরা বলছি, দেশের সংস্কারের পরেই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না।

তিনি আরও বলেন, ইসলামের পক্ষে কথা বললেই রাষ্ট্রে ইসলাম বিদ্বেষের কারণে মানুষকে জঙ্গি বা মৌলবাদী ট্যাগ দেওয়া হয়। অন্যদিকে, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের জমিও দখল করেছে। অথচ তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে।

তিনি মানিকগঞ্জবাসীর সাহসিকতার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধে যেমন মানিকগঞ্জ ছিল অগ্রণী, তেমনি বৈষম্যবিরোধী আন্দোলনেও এখানে প্রতিরোধ গড়ে ওঠে। তবে উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ এখনও পিছিয়ে। আমরা এই পরিস্থিতি পাল্টাতে চাই।

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভাকে কেন্দ্র করে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরাও টহলে অংশ নেন।


বিষয় : নাহিদ ইসলাম সংস্কার নির্বাচন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫


সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে উন্নয়ন ও ন্যায়ের ভিত্তিতে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়।নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে। তবে এর আগে দরকার রাষ্ট্রীয় সংস্কার ও বিচার প্রতিষ্ঠা। আমরা বলছি, দেশের সংস্কারের পরেই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না।তিনি আরও বলেন, ইসলামের পক্ষে কথা বললেই রাষ্ট্রে ইসলাম বিদ্বেষের কারণে মানুষকে জঙ্গি বা মৌলবাদী ট্যাগ দেওয়া হয়। অন্যদিকে, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের জমিও দখল করেছে। অথচ তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে।তিনি মানিকগঞ্জবাসীর সাহসিকতার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধে যেমন মানিকগঞ্জ ছিল অগ্রণী, তেমনি বৈষম্যবিরোধী আন্দোলনেও এখানে প্রতিরোধ গড়ে ওঠে। তবে উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ এখনও পিছিয়ে। আমরা এই পরিস্থিতি পাল্টাতে চাই।পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।সভাকে কেন্দ্র করে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরাও টহলে অংশ নেন।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত