শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

আমাদেরকে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য ছিল আখতার হোসেন

আমাদেরকে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য ছিল আখতার হোসেন
ছবি সংগৃহীত

ওদের উদ্দেশ্য আমাদেরকে মেরে ফেলা। ওদের বিচার করা উচিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় বুধবার (১৬ জুলাই) রাতে সদস্যসচিব আখতার হোসেন ফেসবুকে নিজের আইডিতে এই বিষয়গুলো উল্লেখ করেন।

পোস্টে তিনি লিখেছেন, আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গাড়িতে হামলা চালায় সন্ত্রাসী লীগ বাহিনী। বাংলাদেশ বিরোধী লীগ এবং তাদের দোসরদের প্রতিহত করতে হবে। আমাদেরকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য। ওদের বিচার করতে হবে।

এর আগে বিকেলে আখতার লেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের জঙ্গিরা আমাদের ওপর হামলা করছে। গুলি করছে, বিস্ফোরণ করছে। সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন।

প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করছে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নেতাদের গাড়িবহরের দিকে ইট পাটকেল ছুঁড়ছে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করছে। পুলিশ ও সেনাবাহিনী এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে।

বিষয় : এনসিপি আখতার হোসেন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫


আমাদেরকে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য ছিল আখতার হোসেন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৫

featured Image
ওদের উদ্দেশ্য আমাদেরকে মেরে ফেলা। ওদের বিচার করা উচিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় বুধবার (১৬ জুলাই) রাতে সদস্যসচিব আখতার হোসেন ফেসবুকে নিজের আইডিতে এই বিষয়গুলো উল্লেখ করেন।পোস্টে তিনি লিখেছেন, আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গাড়িতে হামলা চালায় সন্ত্রাসী লীগ বাহিনী। বাংলাদেশ বিরোধী লীগ এবং তাদের দোসরদের প্রতিহত করতে হবে। আমাদেরকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য। ওদের বিচার করতে হবে।এর আগে বিকেলে আখতার লেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের জঙ্গিরা আমাদের ওপর হামলা করছে। গুলি করছে, বিস্ফোরণ করছে। সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন।প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করছে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নেতাদের গাড়িবহরের দিকে ইট পাটকেল ছুঁড়ছে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করছে। পুলিশ ও সেনাবাহিনী এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত