বুধবার, ১৬ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক

বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকটি নির্বাচন কমিশন (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে, যেটি নিবন্ধন স্থগিত হওয়ার কারণে হয়েছে। একদিন আগে পর্যন্ত আওয়ামী লীগের নামের পাশে এই প্রতীকটি ছিল।

তবে বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সংবাদমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?

এর আগে নৌকা প্রতীকের তফসিলভুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক একটি পার্টির জন্য বরাদ্দ করা হয়েছে; এটি নির্বাচন কমিশনের। যখন দলটির নামে অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে, তখন দলটি বাতিল হয়নি। পার্টিটি তো এখনও আছে। যদি পার্টি বাতিলও হয়, তবুও প্রতীক বাতিল হবে না। পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে এবং এটি আবার অন্য কারো নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক বাদ দেব না।

বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য। যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকায় আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে আসলে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লাসহ প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।

বিষয় : নৌকা প্রতীক ইসি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৬ জুলাই ২০২৫


ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৫

featured Image
বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকটি নির্বাচন কমিশন (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলেছে, যেটি নিবন্ধন স্থগিত হওয়ার কারণে হয়েছে। একদিন আগে পর্যন্ত আওয়ামী লীগের নামের পাশে এই প্রতীকটি ছিল।তবে বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই।এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সংবাদমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?এর আগে নৌকা প্রতীকের তফসিলভুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক একটি পার্টির জন্য বরাদ্দ করা হয়েছে; এটি নির্বাচন কমিশনের। যখন দলটির নামে অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে, তখন দলটি বাতিল হয়নি। পার্টিটি তো এখনও আছে। যদি পার্টি বাতিলও হয়, তবুও প্রতীক বাতিল হবে না। পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে এবং এটি আবার অন্য কারো নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক বাদ দেব না।বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য। যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকায় আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে আসলে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লাসহ প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত