
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করার বিষয়ে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তিনি এ ধরনের ঘোষণা চান না।
মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন "জাতীয় সংস্কারক" ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে সরকার স্পষ্টভাবে জানাতে চায় যে অধ্যাপক ইউনূসকে "জাতীয় সংস্কারক" হিসেবে ঘোষণা করার কোনো ইচ্ছা নেই এবং অধ্যাপক ইউনূসকে এই ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনাও সরকারের নেই।
বিবৃতিতে বলা হয়েছে, রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে এবং কী ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে।
বিষয় : প্রধান উপদেষ্টা জাতীয় সংস্কারক
বুধবার, ১৬ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে