সোমবার, ১৪ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, বিএনপি বারবার প্রমাণ করেছে যে, ধ্বংসস্তূপের মধ্য থেকে তারা আবারও উঠে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই ভেবেছিল বিএনপি শেষ হয়ে গেছে। তারা আর ফিরে আসবে না। কিন্তু বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা ও যুবনেতাদের সঙ্গে নিয়ে নতুন করে জেগে উঠেছে।

বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে। এবার বাদ যায়নি তারেক রহমানও, যা খুবই উদ্বেগ্নজনক। এখন যে আক্রমণ করা হচ্ছে তা খুবই পরিকল্পিত চক্রান্ত। এসময় তারেক রহমানের ওপর দীর্ঘ নিপীড়নের পরও আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন ফখরুল।

তিনি বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। এটা কিন্তু মনে রাখতে হবে।

বিষয় : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৪ জুলাই ২০২৫


বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৫

featured Image
বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।মির্জা ফখরুল বলেছেন, বিএনপি বারবার প্রমাণ করেছে যে, ধ্বংসস্তূপের মধ্য থেকে তারা আবারও উঠে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই ভেবেছিল বিএনপি শেষ হয়ে গেছে। তারা আর ফিরে আসবে না। কিন্তু বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা ও যুবনেতাদের সঙ্গে নিয়ে নতুন করে জেগে উঠেছে।বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে। এবার বাদ যায়নি তারেক রহমানও, যা খুবই উদ্বেগ্নজনক। এখন যে আক্রমণ করা হচ্ছে তা খুবই পরিকল্পিত চক্রান্ত। এসময় তারেক রহমানের ওপর দীর্ঘ নিপীড়নের পরও আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন ফখরুল।তিনি বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। এটা কিন্তু মনে রাখতে হবে।

The Dhaka News Bangla

প্রতিষ্ঠাতা ও প্রকাশক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত