
প্যারিস ভ্রমণের স্মৃতিতে ভালোবাসার একটি বিশেষ ছোঁয়া রাখলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি ফ্রান্সে ঘুরতে গিয়ে স্বামীর নামে একটি ‘লাভ লক’ ঝুলিয়ে দিয়েছেন তিনি, যা এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায়।
প্যারিসের মন্টমার্ত্রে এলাকায় স্যাক্রে-ক্যো গির্জার সামনে থাকা লোহার গ্রিলের ওপর ছোট একটি তালা লাগিয়েছেন মেহজাবীন। তালার গায়ে লেখা রয়েছে তার স্বামী আদনান আল রাজীবের নাম। এ তালা ঝুলিয়ে ভালোবাসার বন্ধন চিরস্থায়ী করার আশায় চাবিটিও নাকি সাইন নদীতে ছুঁড়ে ফেলেছেন এই অভিনেত্রী।
বিশ্বের প্রেমের শহর প্যারিসে ‘লাভ লক’ লাগানোর প্রচলন বহু দিনের। অনেকে বিশ্বাস করেন, এই তালা ঝুলিয়ে সম্পর্কের অটুটতার প্রার্থনা করলে সম্পর্ক আরও মজবুত হয়। প্রেমিক-প্রেমিকা থেকে শুরু করে দম্পতিরাও এভাবে তাদের সম্পর্কের স্থায়িত্বের জন্য প্রার্থনা করেন।
মাস খানেক আগে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন মেহজাবীন। এর আগে স্বামী আদনান আল রাজীব ‘আলী’ সিনেমার প্রচারণায় ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। উৎসব শেষে মেহজাবীনকে নিয়ে শুরু হয় তাদের ইউরোপ ট্যুর। সেখানেই এই বিশেষ মুহূর্তের ছবি তোলেন মেহজাবীন, যা এখন ধীরে ধীরে সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন তিনি।
ছবি প্রকাশের পরপরই নেটিজেনরা মেহজাবীনের এই রোমান্টিক মুহূর্তের প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, প্যারিসের রোমান্টিক আবহে তাদের ভালোবাসার এই মুহূর্ত আরও সুন্দর হয়ে উঠেছে।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে