
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার রাতেই সংবাদ সম্মেলন করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি সেখানে বলেছেন, ‘ককটেল মেরে কিংবা বোমাবাজি করে বিএনপিকে দমন করা সম্ভব নয়।’
এর আগে শনিবার (১২ জুলাই) রাত ১০টার কাছাকাছি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
ঘটনার কিছু সময় পরই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী।
তিনি একটি গোষ্ঠীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যে পথে হাঁটছেন, সেটি শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে এবং মনে করছে যে এই পথ সফল। যদি এই পথ সত্যিই সফল হতো, তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। বিএনপিকে দমন করা সম্ভব হয়নি। শত শত মামলা, বোমা বা ককটেল হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমন করা যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবে না।’
এদিকে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তপূর্বক জানার চেষ্টা চলছে।’
অন্যদিকে বিএনপির নির্বাহী সদস্য (দফতরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী জানিয়েছেন, ‘দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কাউকে শনাক্ত করা যায়নি।’
জানা গেছে, ককটেল বিস্ফোরণের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় পথচারী ও বাসযাত্রীদের মধ্যে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভয়ে এদিক-ওদিক ছুটতে থাকেন।
সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় সারাদেশ উত্তাল। অভিযোগের তির স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ইতোমধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। কয়েকজনকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে শনিবার সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বিএনপির শীর্ষ নেতারা। তাদের দাবি, এই ঘটনা নিয়ে কয়েকটি দল রাজনীতি করার চেষ্টা করছে।
মিটফোর্ড হাসপাতাল এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা নিয়ে লন্ডন থেকে বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। কয়েক ঘণ্টা না যেতেই রাতে দলটির কার্যালয়ের সামনে ফাটল ককটেল।
বিষয় : বিএনপি রুহুল কবির রিজভী ককটেল
সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে