
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলের মালয়েশিয়া শাখার সাবেক সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঝালকাঠী-১ আসনের রাজনীতিক ড. ফয়জুল হক।
শনিবার, ১২ জুলাই ২০২৫, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ আবেগময় পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির অবস্থান ও আদর্শে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। তার ভাষায়, “৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির নেতৃত্ব ধীরে ধীরে বামঘেঁষা আদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে, যা আমার বিশ্বাস ও চেতনার সঙ্গে যায় না।”
ড. ফয়জুল হক জানান, তিনি সবসময় ইসলামপন্থী ও মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে ছিলেন। দেশে-বিদেশে থেকে জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের সঙ্গে রাজনৈতিকভাবে একাত্মতা প্রকাশ করেছেন। ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীও ছিলেন তিনি।
তিনি আরও বলেন,
“আমি মানুষ হত্যা, সন্ত্রাস বা চাঁদাবাজিকে কোনোভাবেই সমর্থন করি না। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রেখেই আমি রাজনীতি করতে চাই। আজ থেকে আমি কোনো দলীয় পরিচয়ে নয়, একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক হিসেবে পথ চলতে চাই।”
ড. ফয়জুল জানান, ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “দলমত নির্বিশেষে দেশের সাধারণ মানুষের অধিকার, মানবতা ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে আমি সংসদে কথা বলতে চাই।”
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন,
“তাঁদের ত্যাগ ও নেতৃত্ব আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তবে বর্তমানে দল যেদিকে যাচ্ছে, তাতে আমার মতো একজন ডানপন্থী রাজনীতিকের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।”
বিবৃতির শেষাংশে তিনি সকল রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া চান।
বিষয় : বিএনপি পদত্যাগ ড. ফয়জুল হক
সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে