
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিয়ের ৩১ বছর পর সাংবাদিক দম্পতি মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও মুছাম্মৎ রোকেয়া আক্তার (৪৪) একসঙ্গে দাখিল পাস করেছেন। চলতি বছর তারা দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই জিপিএ ৪.১১ অর্জন করেছেন।
সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন যুক্ত থাকলেও মাধ্যমিকের গণ্ডি না পেরোনো নিয়ে তাঁদের মনে দীর্ঘদিন আফসোস ছিল। এবার অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের জোরে তাঁরা সেই আক্ষেপ ঘুচিয়েছেন।
এই দম্পতির শিক্ষাজীবন নতুনভাবে শুরু হয় নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে। সেখান থেকেই তাঁরা কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন।
কাইসার হামিদের বাড়ি কুলিয়ারচরের গোবরিয়া গ্রামে। রোকেয়া আক্তার কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের মেয়ে। তাঁদের বিয়ে হয় ১৯৯৪ সালের ১৬ মার্চ। তাঁদের পাঁচ সন্তান। বড় মেয়ে মাস্টার্স পাস করেছেন, মেজো মেয়ে অনার্স শেষ বর্ষে, ছোট মেয়ে নার্সিংয়ে পড়ছেন, এবং দুই ছেলে যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে।
একটি জাতীয় দৈনিকের কুলিয়ারচর প্রতিনিধি হিসেবে কাজ করছেন কাইসার হামিদ এবং তাঁর স্ত্রী রোকেয়া আক্তার স্থানীয় একটি পত্রিকায় একই উপজেলার প্রতিনিধি।
কাইসার হামিদ বলেছেন, ‘আমার বিয়ে হয়েছে ৩০ বছর। বিয়ের আগে থেকেই সাংবাদিকতা শুরু করি। অনেকেই প্রশ্ন করতেন—এসএসসি না পাস করে আমি সাংবাদিকতা কীভাবে করি! সমাজ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু পড়াশোনার অভাব নিয়ে আমি কষ্ট অনুভব করতাম। সাবেক ইউএনও সাদিয়া ইসলাম লুনা ম্যাডামের উৎসাহ এবং আমার ছোট ভাই আবদুল খালেকের সহযোগিতায় আমি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিই।’
সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে