
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের উদ্দেশ্য ছিল নতুন একটি দল গঠন করা নয়। বরং, আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এবং সঠিকভাবে গঠন করা। যদি বিদ্যমান দলগুলো এই কাজগুলো করত, তাহলে আমাদের নতুন দল গঠনের প্রয়োজন হতো না। কিন্তু আমরা আস্থা রাখতে পারিনি।
আমরা গনঅভ্যুত্থানের পর ৭-৮ মাস গলেও তেমন কোনো উদ্দোগ দেখিনি। তারা ব্যস্ত হয়েগিয়েছিলো আসন ভাগাভাগি করতে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টি, নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্ত মঞ্চে পদযাত্রা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহদি আরও বলেন, গত ১৬ বছরের যে ফ্যাসিজম আমরা চায় আগামীর বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার তৈরী হতে না পারে। আপনার আমার কথা বলার অধিকার থাকবে। অনিয়ম-দুর্নীতি থাকবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। গণহত্যার বিচার মৌলিক সংস্কার, নতুন সংবিধান লাগবে এই ৩টির একটিও আমরা আদায় করতে পারিনি। এই ৩ দাবিসহ জুলাই সনদ আদায় করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলা শাখার প্রধান সমন্বয়ক লে. ক. এম শাব্বির আহমেদ (অব.) সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়ক শরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহ প্রমূখ।
নাহিদ ইসলাম বলেন, এ জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, শহীদ ও আহত হয়েছে তাদের মর্যাদা ও নিরাপত্তার কথা থাকতে হবে নতুন বাংলাদেশের সংবিধানে। ইনশাআল্লাহ আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় নাগরিক পার্টি জমায়েত হবে এবং অন্তবর্তী সরকার থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব।
তিনি আরও বলেন, জুলাই মাসে অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে দেশের পরিস্থিতি পরিবর্তিত হবে। কিন্তু এখনও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও একটি নতুন বাংলাদেশ গড়ার কাজ সম্পন্ন হয়নি। আমরা দেখতে পাচ্ছি, আগের স্বৈরাচারি কাঠামো এখনও বিদ্যমান রয়েছে। লুটেরা ও দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে।
এনসিপির আহ্বায়ক বলেছেন, বাংলাদেশের ছাত্র-জনতা নতুন কাঠামো, নতুন রাষ্ট্র, এবং নতুন দেশের জন্য রাজপথে নেমেছে। আমরা কেবল একটি দলকে সরিয়ে অন্য দল বসানোর জন্য আন্দোলন করিনি। আমাদের লক্ষ্য গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা। ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা মাঠে নেমেছি।
বিষয় : নাহিদ ইসলাম এনসিপি
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে