
নোয়াখালী হাতিয়ায় চর আতাউরের ভূমিহীনদের চাষা বাদে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূমিহীনরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদর ওছখালী প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চরআতাউরের ভূমিহীন পরিবারে সদস্য ও তমরুদ্দি ইউনিয়ের বিভিন্ন ওয়ার্ড়ের প্রায় ৫ শতাধিক ভূমিহীন।
মানববন্ধনে বক্তব্যে বক্তরা বলেন চর আতাউরে দীর্ঘ দিন যাবত তারা বসবাস করে আসছেন। বর্ষা মৌসুমে প্রথমে তারা চরের এসব জমিতে চাষা বাদের প্রস্তুতি নেন। ৫ আগষ্টের পরে উপজেলা প্রশাসনের সাথে দেখা করে অনুমতি নিয়ে এসব ভূমিতে চাষ করার ব্যাবস্থা করেন তারা। কিন্তু গত কয়েকদিন থেকে বিএনপি নেতা নিজাম উদ্দিন চৌধুরী , আলমগীর কবির, ও শামিম উদ্দিনের নেতৃত্ব একটি গ্রুপ ভূমিহীনদের এই চাষা বাদে বাদা দিয়ে আসছে। তারা তাদের সাথে আলাপ আলোচনা ছাড়া এসব জমিতে চাষাবাদ করা যাবে না বলে হুমকি দিয়ে আসছে। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে মানববন্ধন শেষে ভূমিহীনদের নিরাপত্তা, চাষাবাদ বন্ধের ষড়যন্ত্র রোধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে ভূমিহীনরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি স্মারক লিপি জমা দেন।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে