
নোয়াখালী হাতিয়ায় ঘাটের শ্রমিকদের ব্যবহার করে গোচারনভূমি দখলের বিরুদ্ধে মানববন্ধন করানো হয়েছে। এতে চরের ভূমিহীনরা কিছুই জানে না। সম্পূর্ণ বিএনপি এক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক এই কাজটি করেন একটি গ্রুপ। বুধবার বিকালে নাটকীয় এই মানববন্ধন হয়েছে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চরআতাউরে।
মানববন্ধনের ব্যানারে চরের ভূ’মি দখল, গোচারনভূ’মি দখলের কথা উল্লেখ থাকলেও উপস্থিত ছিলেন না এসব বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট কেউ। বরং ব্যানার হাতে নিয়ে দাড়িয়ে থাকা ছবিতে যারা ছিল তাদের পরিচয় এরা কেউ তমরদ্দি ঘাটের শ্রমিক, কেউ তমরদ্দি বাজারের নৈশ্যপ্রহরি আবার কেউ ঘাটের কেরানীর চাকুরী করেন , অনেকে টমটম গাড়ির হেলফার।
ছবিতে দেখা যায় সবাই হাটু পরিমান পানিতে দাড়িয়ে আছেন। ১৫ জনের একটি দল। সবার মূখে হাসি। দেখলে বুঝা যায় অনেকটা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে এখানো দাড় করানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটের কয়েকজন দোকানের মালিক জানান, দুপুরে একটি ট্রলারে এসব লোকজনকে তমরদি ঘাট থেকে চরআতাউর নিয়ে যাওয়া হয়। এ সময় ছবি তোলার জন্য কয়েকজন মিডিয়া কর্মীকেও সাথে করে নিয়ে যাওয়া হয়। তারা চরআতাউর জনবসতি এলাকায় না গিয়ে উত্তর পাশে জন মানবহীন এলাকায় গিয়ে সবাইকে পানিতে দাড় করিয়ে কয়েকটি ছবি তুলে আবার একই ট্রলারে ঘাটে ফিরে আসে। যা পরে সোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়।
ব্যনারে ছবি থাকা তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভির হায়দার বলেন, নিজাম চৌধুরী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক এই মানববন্ধন করিয়েছে। এজন্য ঘাটের শ্রমিকদের জোরপূর্বক চরে নেওয়া হয়। নিজাম চৌধুরীর ভাই ঘাটের ইজারাদার প্রতিনিধি হওয়ায় শ্রমিকরা তাদের কথা শুনতে বাধ্য। গত কয়েকদিন তমরদ্দি ঘাটের নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় মানুষের প্রতিবাদ করতে দেখে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত করে।
সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে