রোববার, ২৭ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত অটোভ্যানে করে অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় বাবা ও ছেলে দুজনেই প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে দেশ টিভিকে জানান, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত অটোভ্যানে করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। যখন তাদের অটোভ্যানটি নুর জাহান হোটেলের সামনে পৌঁছায়, তখন মহাসড়কের খানাখন্দের কারণে ভ্যানটি রাস্তার মাঝখানে পড়ে যায়।

এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে ট্রাকচালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৭ জুলাই ২০২৫


হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫

featured Image
সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত অটোভ্যানে করে অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় বাবা ও ছেলে দুজনেই প্রাণ হারিয়েছেন।মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে দেশ টিভিকে জানান, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত অটোভ্যানে করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। যখন তাদের অটোভ্যানটি নুর জাহান হোটেলের সামনে পৌঁছায়, তখন মহাসড়কের খানাখন্দের কারণে ভ্যানটি রাস্তার মাঝখানে পড়ে যায়।এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে ট্রাকচালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত