সোমবার, ০৭ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

মাদ্রাসার শিক্ষক নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

মাদ্রাসার শিক্ষক নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর দাখিল মাদ্রাসার বি এস সি শিক্ষক।

গত ০৩/০৭/২০২৫ ইং বৃহস্পতিবার সকালে রাজাপুর দাখিল মাদ্রাসা নবম শ্রেণির ছাত্রী ডাক নামের প্রথম অক্ষর শৌরবি সহ তার সাথের কয়েকজন ছাত্রী প্রতি দিন মতো বি এস সি  সাহেদের কাছে প্রাইভেট পড়তে যায় প্রাইভেট পড়া শেষ হলে অন্যদের বিদায় দিয়ে শৌরবি তুমি একটু পরে যাও কথা আছে বলে রুমের দরজা বন্ধ করে শৌরবি কে জোর করে ধর্ষণের চেষ্টা করে তার গালে চুমু খায় এবং শরীরের স্পর্শ স্থানে হাত দেয়। এক পর্যায়ে শৌরবি জোড়া জোড়ি করে দরজা খুলে বের হয়।

কারো কাছে বললে সাহেদ শৌরবি কে মেরে ফেলার হুমকি দেয়। সে দিন শৌরবি মাদ্রাসায় পরিক্ষা ছিলো শৌরবি কি থেকে কি হলো তার সাথে ভয়ে আতংকিত হয়ে মাদ্রাসা শিক্ষকদের এবং সহপাঠীদের কিছু না বলে বাড়িতে চলে যায়।

শৌরবি কে তার মা বাড়িতে কান্নারত আতংকিত আবস্থায় দেখে , তখন মা জানতে চান কেন মেয়ে পরীক্ষা না দিয়ে বাড়ি এসেছে এবং কেন সে কাঁদছে। শৌরবি সবকিছু খুলে বলার পর, মা বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানায় এবং মাদ্রাসার সুপারকে অবহিত করে।

এটি এলাকার মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং তারা ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

বিষয় : ধর্ষণ মাদ্রাসা শিক্ষক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৭ জুলাই ২০২৫


মাদ্রাসার শিক্ষক নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৫

featured Image
চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর দাখিল মাদ্রাসার বি এস সি শিক্ষক।গত ০৩/০৭/২০২৫ ইং বৃহস্পতিবার সকালে রাজাপুর দাখিল মাদ্রাসা নবম শ্রেণির ছাত্রী ডাক নামের প্রথম অক্ষর শৌরবি সহ তার সাথের কয়েকজন ছাত্রী প্রতি দিন মতো বি এস সি  সাহেদের কাছে প্রাইভেট পড়তে যায় প্রাইভেট পড়া শেষ হলে অন্যদের বিদায় দিয়ে শৌরবি তুমি একটু পরে যাও কথা আছে বলে রুমের দরজা বন্ধ করে শৌরবি কে জোর করে ধর্ষণের চেষ্টা করে তার গালে চুমু খায় এবং শরীরের স্পর্শ স্থানে হাত দেয়। এক পর্যায়ে শৌরবি জোড়া জোড়ি করে দরজা খুলে বের হয়।কারো কাছে বললে সাহেদ শৌরবি কে মেরে ফেলার হুমকি দেয়। সে দিন শৌরবি মাদ্রাসায় পরিক্ষা ছিলো শৌরবি কি থেকে কি হলো তার সাথে ভয়ে আতংকিত হয়ে মাদ্রাসা শিক্ষকদের এবং সহপাঠীদের কিছু না বলে বাড়িতে চলে যায়।শৌরবি কে তার মা বাড়িতে কান্নারত আতংকিত আবস্থায় দেখে , তখন মা জানতে চান কেন মেয়ে পরীক্ষা না দিয়ে বাড়ি এসেছে এবং কেন সে কাঁদছে। শৌরবি সবকিছু খুলে বলার পর, মা বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানায় এবং মাদ্রাসার সুপারকে অবহিত করে।এটি এলাকার মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং তারা ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত