শনিবার, ০৫ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

আ. লীগের নিরাপরাধ ব্যক্তিদের সঙ্গে জুলুম করা যাবে না: রাশেদ খান

আ. লীগের নিরাপরাধ ব্যক্তিদের সঙ্গে জুলুম করা যাবে না: রাশেদ খান

আওয়ামী লীগে থাকলেও যারা জুলুম বা অপরাধে জড়িত নয়, তাদের প্রতি জুলুম করা উচিত নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শনিবার (৫ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে রাশেদ খান বলেন, কালেরকণ্ঠ পত্রিকায় লাইভ ভিডিও দেখলাম, আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যানের ছেলের বিয়ের কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে স্লোগান শুরু করেছে কতিপয় লোক! আওয়ামীলীগের বিচার বা যারা আওয়ামীলীগের মধ্যে অপরাধী ছিলো, তাদের বিচারের দাবি জানানো যেতে পারে। কিন্তু আওয়ামীলীগ করলেও জুলম বা অপরাধে সম্পৃক্ত হয়নি, তাদের সাথে জুলম করা যাবেনা। আর পরিবারের নিরপরাধ লোকজনকেও হয়রানি করা যাবে না।

তিনি আরও বলেন, বিয়ে একটি পবিত্র বিষয়। বিয়ের স্থলে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা করা অত্যন্ত নিন্দনীয় কাজ। যদি বিয়ের স্থলে কোনো অপরাধী থাকে, তাহলে পুলিশ প্রশাসনকে জানানো উচিত। কিন্তু সরাসরি বিয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মব, স্লোগান ইত্যাদি কর্মকাণ্ড নতুন সমাজব্যবস্থা গঠনের পথে বাধা হয়ে দাঁড়াবে।

আওয়ামী লীগের পরিবারের কেউ বিয়ে করতে পারবে না, অনুষ্ঠান করতে পারবেনা, সমাজে থাকতে পারবেনা, এমন সংস্কৃতি গড়ে উঠলে সমাজে অস্থিরতা বাড়বে বলেও ওই পোস্টে জানান।

রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের পরে সমাজে শৃঙ্খলা ও সভ্যতা প্রতিষ্ঠা করা না গেলে গণঅভ্যুত্থানের স্বাদের চেয়ে বিস্বাদ ছেয়ে যাবে বাংলাদেশ।

গতকাল বিয়ের অনুষ্ঠানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের আইনের আওতায় আনলে এইধরনের মব সৃষ্টির ঘটনা বন্ধ হতে পারে। অন্যথায় মবের নামে সমাজে যে হয়রানি শুরু হয়েছে, এমন চলতে থাকলে আমরা কখনোই অগ্রসর ও সভ্য জাতিতে পরিণত হতে পারবো না।

বিষয় : আওয়ামী লীগ রাশেদ খান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০৫ জুলাই ২০২৫


আ. লীগের নিরাপরাধ ব্যক্তিদের সঙ্গে জুলুম করা যাবে না: রাশেদ খান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৫

featured Image
আওয়ামী লীগে থাকলেও যারা জুলুম বা অপরাধে জড়িত নয়, তাদের প্রতি জুলুম করা উচিত নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।শনিবার (৫ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।পোস্টে রাশেদ খান বলেন, কালেরকণ্ঠ পত্রিকায় লাইভ ভিডিও দেখলাম, আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যানের ছেলের বিয়ের কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে স্লোগান শুরু করেছে কতিপয় লোক! আওয়ামীলীগের বিচার বা যারা আওয়ামীলীগের মধ্যে অপরাধী ছিলো, তাদের বিচারের দাবি জানানো যেতে পারে। কিন্তু আওয়ামীলীগ করলেও জুলম বা অপরাধে সম্পৃক্ত হয়নি, তাদের সাথে জুলম করা যাবেনা। আর পরিবারের নিরপরাধ লোকজনকেও হয়রানি করা যাবে না।তিনি আরও বলেন, বিয়ে একটি পবিত্র বিষয়। বিয়ের স্থলে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা করা অত্যন্ত নিন্দনীয় কাজ। যদি বিয়ের স্থলে কোনো অপরাধী থাকে, তাহলে পুলিশ প্রশাসনকে জানানো উচিত। কিন্তু সরাসরি বিয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মব, স্লোগান ইত্যাদি কর্মকাণ্ড নতুন সমাজব্যবস্থা গঠনের পথে বাধা হয়ে দাঁড়াবে।আওয়ামী লীগের পরিবারের কেউ বিয়ে করতে পারবে না, অনুষ্ঠান করতে পারবেনা, সমাজে থাকতে পারবেনা, এমন সংস্কৃতি গড়ে উঠলে সমাজে অস্থিরতা বাড়বে বলেও ওই পোস্টে জানান।রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের পরে সমাজে শৃঙ্খলা ও সভ্যতা প্রতিষ্ঠা করা না গেলে গণঅভ্যুত্থানের স্বাদের চেয়ে বিস্বাদ ছেয়ে যাবে বাংলাদেশ।গতকাল বিয়ের অনুষ্ঠানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের আইনের আওতায় আনলে এইধরনের মব সৃষ্টির ঘটনা বন্ধ হতে পারে। অন্যথায় মবের নামে সমাজে যে হয়রানি শুরু হয়েছে, এমন চলতে থাকলে আমরা কখনোই অগ্রসর ও সভ্য জাতিতে পরিণত হতে পারবো না।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত