বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

সংবাদ প্রকাশের জের- পেকুয়ায় ৩০হাজার গাছ সাবাড়ের ঘটনায় তদন্তে নেমেছে বনবিভাগ

সংবাদ প্রকাশের জের- পেকুয়ায় ৩০হাজার গাছ সাবাড়ের ঘটনায় তদন্তে নেমেছে বনবিভাগ

কক্সবাজারের পেকুয়ায় বন কর্মকর্তার যোগসাজশে ৩০ হাজার আকাশমনি গাছ সাবাড়ের ঘটনায় তদন্ত কমিটি ঘটন করে তদন্তে নামেন বন বিভাগ।

চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক কার্যালয় অফিস আদেশে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম অঞ্চলের উপ বন সংরক্ষক এম এ হাসানকে। কমিটির সদস্যরা ইতোমধ্যে তদন্তের জন্য মাঠে নেমেছে। 

গতকাল সোমবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ পরিদর্শন করেছেন। সাবাড় করা গাছ গণনা করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা বিট কর্মকর্তা সহ কয়েক জনকে।

সামাজিক বনায়নের কয়েকজন উপকারভোগী বলেন, গাছ সাবাড় করা যে আলামত সেগুলি নষ্ট করার চেষ্টা করছে অভিযুক্তরা। গাছ সাবাড় করা যে সব জায়গা থেকে তদন্ত কমিটিকে দূরে রাখার চেষ্টা করতেছে। তক্তার ছাড়া যে জায়গা তদন্ত কমিটি পরিদর্শন করেছে অন্য জায়গা থেকে ওই জায়গায় কম গাছ সাবাড় করেছে।

 এছাড়াও যোগীর ছাড়া, দু'ছড়ি, নাপিতার ছড়া,ডেনার ছড়া,বদির জিরি বেশি গাছ সাবাড় করা হয়েছে। এছাড়া হারবাং পযন্ত গাছ কাটা হয়েছে। আমরা তদন্ত কমিটিকে অনুরোধ করছি তারা যদি সত্য বের করতে চাই তাহলে ঘটনা স্থল পরিদর্শন করতে হবে। অভিযুক্তরা আলামত নষ্ট করার চেষ্টা করতেছে এগুলোও নজর রাখতে হবে। 

আরেক উপকারভোগী বলেন, বন বিভাগ কিছু লোক ঠিক করে দেন এবং তাঁরা  এই কাটা গাছ গুলো সরকার পতনের পরে কাটছে বলার জন্য তদন্ত কমিটিকে। তদন্ত কমিটি সব জায়গায় যায়নি। অল্প জায়গায় গিয়ে চলে আসছে। তদন্ত কমিটি সম্পূর্ণ পাহাড় ঘুরে দেখলে দুই দিন লাগবে। রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা পেকুয়া থেকে কিছু লোক নেন তাঁদের পক্ষে সাফাই গাওয়ার জন্য। 

এছাড়া তদন্ত কমিটি পরিদর্শনে গিয়ে কাটা গাছের মুতা উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টৈটং বিট কর্মকর্তা।  

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অঞ্চলের উপ বন সংরক্ষক এম এ হাসান বলেন, আমরা কাল থেকে গাছ কর্তনের বিষয়ে তদন্ত শুরু করেছি, আমি গতকাল তক্তার ছড়া পরিদর্শন করেছি, কত গুলো গাছ কর্তন করা হয়েছে এগুলো গণনার জন্য রেঞ্জ কর্মকর্তা ও আরো কয়েকজনকে দায়িত্ব দিয়েছি তারা যেন গোপন করতে না পারে এ জন্য কিছু ডিভাইস দিয়েছি গাছ গণনায় যেন ফাঁকিবাজি করতে না পারে। তিন দিন পর আমরা আবারও পরিদর্শন করব। তখন ফাইনালি বলতে পারব। 

উল্লেখ্য: রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে  ৮০হেক্টর বাগান থেকে প্রায় ৩০হাজার আকাশ মনি গাছ কর্তন করে বনদস্যুরা এ ঘটনায় জাতীয় স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। এর জেরে বনবিভাগ তদন্ত কমিটি গঠন করে।

বিষয় : কক্সবাজার

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫


সংবাদ প্রকাশের জের- পেকুয়ায় ৩০হাজার গাছ সাবাড়ের ঘটনায় তদন্তে নেমেছে বনবিভাগ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৫

featured Image
কক্সবাজারের পেকুয়ায় বন কর্মকর্তার যোগসাজশে ৩০ হাজার আকাশমনি গাছ সাবাড়ের ঘটনায় তদন্ত কমিটি ঘটন করে তদন্তে নামেন বন বিভাগ।চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক কার্যালয় অফিস আদেশে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম অঞ্চলের উপ বন সংরক্ষক এম এ হাসানকে। কমিটির সদস্যরা ইতোমধ্যে তদন্তের জন্য মাঠে নেমেছে। গতকাল সোমবার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ পরিদর্শন করেছেন। সাবাড় করা গাছ গণনা করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা বিট কর্মকর্তা সহ কয়েক জনকে।সামাজিক বনায়নের কয়েকজন উপকারভোগী বলেন, গাছ সাবাড় করা যে আলামত সেগুলি নষ্ট করার চেষ্টা করছে অভিযুক্তরা। গাছ সাবাড় করা যে সব জায়গা থেকে তদন্ত কমিটিকে দূরে রাখার চেষ্টা করতেছে। তক্তার ছাড়া যে জায়গা তদন্ত কমিটি পরিদর্শন করেছে অন্য জায়গা থেকে ওই জায়গায় কম গাছ সাবাড় করেছে। এছাড়াও যোগীর ছাড়া, দু'ছড়ি, নাপিতার ছড়া,ডেনার ছড়া,বদির জিরি বেশি গাছ সাবাড় করা হয়েছে। এছাড়া হারবাং পযন্ত গাছ কাটা হয়েছে। আমরা তদন্ত কমিটিকে অনুরোধ করছি তারা যদি সত্য বের করতে চাই তাহলে ঘটনা স্থল পরিদর্শন করতে হবে। অভিযুক্তরা আলামত নষ্ট করার চেষ্টা করতেছে এগুলোও নজর রাখতে হবে। আরেক উপকারভোগী বলেন, বন বিভাগ কিছু লোক ঠিক করে দেন এবং তাঁরা  এই কাটা গাছ গুলো সরকার পতনের পরে কাটছে বলার জন্য তদন্ত কমিটিকে। তদন্ত কমিটি সব জায়গায় যায়নি। অল্প জায়গায় গিয়ে চলে আসছে। তদন্ত কমিটি সম্পূর্ণ পাহাড় ঘুরে দেখলে দুই দিন লাগবে। রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা পেকুয়া থেকে কিছু লোক নেন তাঁদের পক্ষে সাফাই গাওয়ার জন্য। এছাড়া তদন্ত কমিটি পরিদর্শনে গিয়ে কাটা গাছের মুতা উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টৈটং বিট কর্মকর্তা।  তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অঞ্চলের উপ বন সংরক্ষক এম এ হাসান বলেন, আমরা কাল থেকে গাছ কর্তনের বিষয়ে তদন্ত শুরু করেছি, আমি গতকাল তক্তার ছড়া পরিদর্শন করেছি, কত গুলো গাছ কর্তন করা হয়েছে এগুলো গণনার জন্য রেঞ্জ কর্মকর্তা ও আরো কয়েকজনকে দায়িত্ব দিয়েছি তারা যেন গোপন করতে না পারে এ জন্য কিছু ডিভাইস দিয়েছি গাছ গণনায় যেন ফাঁকিবাজি করতে না পারে। তিন দিন পর আমরা আবারও পরিদর্শন করব। তখন ফাইনালি বলতে পারব। উল্লেখ্য: রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে  ৮০হেক্টর বাগান থেকে প্রায় ৩০হাজার আকাশ মনি গাছ কর্তন করে বনদস্যুরা এ ঘটনায় জাতীয় স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। এর জেরে বনবিভাগ তদন্ত কমিটি গঠন করে।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত