বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

ভালোবেসে বিয়ে করেও অশান্তি, স্ত্রীকে তালাক দিতে পেরে দুধ দিয়ে গোসল

ভালোবেসে বিয়ে করেও অশান্তি, স্ত্রীকে তালাক  দিতে পেরে দুধ দিয়ে গোসল

নাটোরে স্ত্রী তালাক দেওয়ার কারণে দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল (৩২), যিনি একজন চা দোকানি।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে এবং মাধনগর বাজারের একজন চা দোকানি। শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। তাদের ১৪ বছরের সংসারে অশান্তির কারণে চলতি মাসের ১ তারিখে আঙ্গুরী তাকে তালাক দেন।

শাকিল মন্ডল বলেন, আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫


ভালোবেসে বিয়ে করেও অশান্তি, স্ত্রীকে তালাক দিতে পেরে দুধ দিয়ে গোসল

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

featured Image
নাটোরে স্ত্রী তালাক দেওয়ার কারণে দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল (৩২), যিনি একজন চা দোকানি।রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে এবং মাধনগর বাজারের একজন চা দোকানি। শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। তাদের ১৪ বছরের সংসারে অশান্তির কারণে চলতি মাসের ১ তারিখে আঙ্গুরী তাকে তালাক দেন।শাকিল মন্ডল বলেন, আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত