বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

টিকটক কিনতে চান অত্যন্ত ধনী একদল মানুষ : ট্রাম্প

টিকটক কিনতে চান অত্যন্ত ধনী একদল মানুষ : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে চলমান জটিলতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ক্রেতাদের সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত ধনী’ কিছু ব্যক্তি চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কিনতে আগ্রহী হয়েছেন। এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে অ্যাপটির ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’

তবে ক্রেতাদের নাম ও বিস্তারিত পরিচয় তিনি জানাননি, কেবল বলেছেন, দুই সপ্তাহের মধ্যেই বিষয়টি জানানো হবে।

এর আগে, ১৯ জুন ট্রাম্প একটি নির্বাহী আদেশে টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্রে আরও ৯০ দিন চালু রাখার নির্দেশ দেন, যাতে অ্যাপটির মালিকানা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এটি ছিল তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, আগের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি। এরপর গত মাসে আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন ট্রাম্প।

টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে রয়েছে। যুক্তরাষ্ট্রে এই অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটি। মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, টিকটকের মাধ্যমে বিপুল পরিমাণ ব্যবহারকারীর তথ্য, বিশেষ করে তাদের দেখার অভ্যাস ও ব্যক্তিগত তথ্য, চীনা সরকার সংগ্রহ করতে পারে।

এ ছাড়া, টিকটকের অ্যালগরিদম নিয়ে উদ্বেগ রয়েছে, যা চীনা কর্তৃপক্ষের হস্তক্ষেপে ব্যবহারকারীদের সামনে ইচ্ছেমতো কনটেন্ট তুলে ধরতে পারে এবং তা শনাক্ত করাও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে টিকটক ইতিমধ্যে মার্কিন সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।


তথ্যসূত্র: বিবিসি ও নিউইয়র্ক পোস্ট


বিষয় : টিকটক ডোনাল্ড ট্রাম্প

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫


টিকটক কিনতে চান অত্যন্ত ধনী একদল মানুষ : ট্রাম্প

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

featured Image
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে চলমান জটিলতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ক্রেতাদের সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত ধনী’ কিছু ব্যক্তি চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কিনতে আগ্রহী হয়েছেন। এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে অ্যাপটির ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’তবে ক্রেতাদের নাম ও বিস্তারিত পরিচয় তিনি জানাননি, কেবল বলেছেন, দুই সপ্তাহের মধ্যেই বিষয়টি জানানো হবে।এর আগে, ১৯ জুন ট্রাম্প একটি নির্বাহী আদেশে টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্রে আরও ৯০ দিন চালু রাখার নির্দেশ দেন, যাতে অ্যাপটির মালিকানা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এটি ছিল তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত।চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, আগের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি। এরপর গত মাসে আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন ট্রাম্প।টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে রয়েছে। যুক্তরাষ্ট্রে এই অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটি। মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, টিকটকের মাধ্যমে বিপুল পরিমাণ ব্যবহারকারীর তথ্য, বিশেষ করে তাদের দেখার অভ্যাস ও ব্যক্তিগত তথ্য, চীনা সরকার সংগ্রহ করতে পারে।এ ছাড়া, টিকটকের অ্যালগরিদম নিয়ে উদ্বেগ রয়েছে, যা চীনা কর্তৃপক্ষের হস্তক্ষেপে ব্যবহারকারীদের সামনে ইচ্ছেমতো কনটেন্ট তুলে ধরতে পারে এবং তা শনাক্ত করাও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।এদিকে টিকটক ইতিমধ্যে মার্কিন সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।তথ্যসূত্র: বিবিসি ও নিউইয়র্ক পোস্ট

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত