
এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে র্যাব-৪।
রোববার (২৯ জুন) দিবাগত রাতে রাজধানীর সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
এর আগে, রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ।
পরিবারের সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে মাহিরার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যান। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে আসেননি।
এ ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিষয় : এইচএসসি পরীক্ষা নিখোঁজ
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে