
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ মোশারফ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মোশারফ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসাইন জানান, পারভেজ একটি মোটরসাইকেলে করে টেকনাফের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পারভেজ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ সড়কে যানবাহনের গতি ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর দাবি, সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পারভেজকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে