
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি ইমাম ও খতিবদের বেতন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
রোববার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফে যে মসজিদগুলো আছে সেগুলোতেও ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাবো। তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে যেতে চাই। ওয়াকফের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ওয়াকফের কার্যক্রম ডিজিটালাইজ করার পরিকল্পনা করছি।
সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের ফ্যাসিলিটিস কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহন ফ্রি আমরা দেবো। তবে কোনো অ্যালায়েন্স আমরা দেবো না।
বিষয় : ধর্ম উপদেষ্টা
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে