
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার পর যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। নির্বাচনের তারিখ ঘোষণা হলে, এটি অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা পূরণের একটি পদক্ষেপ হবে।
শনিবার (২৮ জুন) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে। অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দিতে হবে। আমরা সরকারের ত্রুটি-বিচ্যুতির সমালোচনা করব। তবে ক্ষমতায় থাকা পর্যন্ত সরকারকে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে জনগণ আশাবাদী হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে। পাশাপাশি গুম, খুনের ভয়ে কেউ যেন আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়তে হবে।
বিষয় : রুহুল কবির রিজভী
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে