
বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। আমি একাই লড়াই করেছি অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আমি সক্রিয় ছিলাম। তাই দেশ ও জাতির প্রতি আমার একটি গভীর প্রতিশ্রুতি রয়েছে। যদি দলীয় মনোনয়ন পাই এবং নির্বাচিত হই, তাহলে সরাইল-আশুগঞ্জকে আমি আমার ইচ্ছামতো সাজাব। জনগণের প্রত্যাশিত উন্নয়নে আমি অবদান রাখতে চাই।
দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় প্রমুখ।
বিষয় : রুমিন ফারহানা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে