
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি সংহতি প্রকাশের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি ঢাকাস্থ ইরান দূতাবাস গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে দূতাবাস এই কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের অমূল্য সমর্থন ও সংহতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশি নাগরিক, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহানুভূতি এবং দৃঢ় অবস্থান জাতির ন্যায়বিচার, স্বাধীনতা এবং মানবিক বিবেকের প্রতি অটল অঙ্গীকারকে তুলে ধরেছে।
ইরানি জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় জাতীয় সদিচ্ছার প্রতিফলন।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এ ধরনের সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল একটি বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও। আমরা আবারও জোর দিয়ে বলছি, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতি মোকাবিলায় জাতিগুলোর পারস্পরিক সংহতি সর্বাধিক গুরুত্বপূর্ণ।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে