বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

RAB-কে পিটিয়ে পালিয়ে আসা আসামী হাতিয়ায় আটক

RAB-কে পিটিয়ে পালিয়ে আসা আসামী হাতিয়ায় আটক
র‍্যাবকে পিটিয়ে পালিয়ে আসা আসামী হাতিয়ায় আটক

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে সাবিবর (২৬) নামে আটক করা হয়েছে। আটক সাব্বির পাবনায় মাদক সহ আটক হওয়ার  পর র‍্যাবের উপর হামলা করে পালিয়ে আসে।  

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল উপজেলার চরকিং জনতা বাজার এলাকা থেকে আটক করে হাতিয়া থানা পুলিশ। 

সাব্বির হোসেন রাহুল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রাহাত্তাপুর গ্রামের মো: হাসেমের ছেলে। 

পুলিশ জানায় সম্প্রতি সাব্বিরকে ৩ কেজি গাঁজা সহ আটক করে র‍্যাব। তাকে নিয়ে র‍্যাবের সদস্যরা জেলা সদরের উদ্দেশ্য রওয়া হলে তার সহকারীরা র‍্যাবের উপর আক্রমণ করে তাকে চিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। প্রযুক্তি ব্যাবহার করে হাতিয়া থানা পুলিশ আজ তাকে আটক করে। 

এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন সাব্বিরকে আটকের বিষয়টি ঈশ্বরদী থানায় জানানো হয়েছে। পুলিশের একটি টিম হাতিয়ার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। তারা তাকে পাবনার ঈশ্বরদী থানায় নিয়ে যাবে।

বিষয় : আটক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫


RAB-কে পিটিয়ে পালিয়ে আসা আসামী হাতিয়ায় আটক

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

featured Image
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে সাবিবর (২৬) নামে আটক করা হয়েছে। আটক সাব্বির পাবনায় মাদক সহ আটক হওয়ার  পর র‍্যাবের উপর হামলা করে পালিয়ে আসে।  বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল উপজেলার চরকিং জনতা বাজার এলাকা থেকে আটক করে হাতিয়া থানা পুলিশ। সাব্বির হোসেন রাহুল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রাহাত্তাপুর গ্রামের মো: হাসেমের ছেলে। পুলিশ জানায় সম্প্রতি সাব্বিরকে ৩ কেজি গাঁজা সহ আটক করে র‍্যাব। তাকে নিয়ে র‍্যাবের সদস্যরা জেলা সদরের উদ্দেশ্য রওয়া হলে তার সহকারীরা র‍্যাবের উপর আক্রমণ করে তাকে চিনিয়ে নিয়ে যায়।এই ঘটনায় ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। প্রযুক্তি ব্যাবহার করে হাতিয়া থানা পুলিশ আজ তাকে আটক করে। এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন সাব্বিরকে আটকের বিষয়টি ঈশ্বরদী থানায় জানানো হয়েছে। পুলিশের একটি টিম হাতিয়ার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। তারা তাকে পাবনার ঈশ্বরদী থানায় নিয়ে যাবে।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত