বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন
হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

নোয়াখালী হাতিয়ায় সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ওরুপে পিচ্চি আজাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চরঈশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্যজীবীরাও। 

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী রিপন চন্দ্র দাস, আকতার হোসেন কিরন, মো. খবির উদ্দিন ও শরীফুল ইসলাম দুখু প্রমুখ। 

মানববন্ধনে বক্তরা বলেন, চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পতিত আওয়ামীলীগের দোসর আবদুল হালিম আজাদের বিরুদ্ধে হত্যা সহ ৩০টির বেশি মামলা রয়েছে। অথচ তিনি পুলিশ প্রশাসনের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ৫ আগষ্টের পর তিনি পালিয়ে গেলেও সম্প্রতি এলাকায় তিনি এসে আবারো ত্রাসের রাজত্ব সৃষ্টি করছেন। তার বিরুদ্ধে শতশত অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।

বক্তারা অভিযোগ করে বলেন, আবদুল হালিম আজাদ চরঈশ্বর ইউনিয়নের বিভিন্ন মাছ ঘাট থেকে তার বাহিনী দিয়ে চাঁদা আদায় করছেন। মাছ ঘাট সৃষ্টির নামে প্রতিটি ভিটি থেকে তিন লাখ টাকার বেশি বিক্রি করছেন। স্থানীয় কাঁকরা ব্যবসায়ীদের জিম্মি করে তার কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করছেন। 

মানববন্ধনে বক্তারা আরো বলেন, চরঈশ্বর ইউনিয়ন বর্তমান মেম্বার রাশেদ মেম্বারের খামারের গরু ও মৎস্য প্রজেক্টের মাছ লুট করে নেয়। বিভিন্ন স্থানে বন্দোবস্ত নথির ভূয়া কাগজপত্র সৃজন করে বিক্রির অভিযোগ করেন। এলাকায় আবদুল হালিম আজাদের যাবতীয় অপকর্মের বিরুদ্ধে চরঈশ্বর ইউনিয়নের সর্বস্তরের লোকজন রাস্তায় এসে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই সাবেক আওয়ামী দোসর এলাকার শীর্ষ সন্ত্রাসী আবদুল হালিমের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫


হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৫

featured Image
নোয়াখালী হাতিয়ায় সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ওরুপে পিচ্চি আজাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।চরঈশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্যজীবীরাও। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী রিপন চন্দ্র দাস, আকতার হোসেন কিরন, মো. খবির উদ্দিন ও শরীফুল ইসলাম দুখু প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পতিত আওয়ামীলীগের দোসর আবদুল হালিম আজাদের বিরুদ্ধে হত্যা সহ ৩০টির বেশি মামলা রয়েছে। অথচ তিনি পুলিশ প্রশাসনের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ৫ আগষ্টের পর তিনি পালিয়ে গেলেও সম্প্রতি এলাকায় তিনি এসে আবারো ত্রাসের রাজত্ব সৃষ্টি করছেন। তার বিরুদ্ধে শতশত অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।বক্তারা অভিযোগ করে বলেন, আবদুল হালিম আজাদ চরঈশ্বর ইউনিয়নের বিভিন্ন মাছ ঘাট থেকে তার বাহিনী দিয়ে চাঁদা আদায় করছেন। মাছ ঘাট সৃষ্টির নামে প্রতিটি ভিটি থেকে তিন লাখ টাকার বেশি বিক্রি করছেন। স্থানীয় কাঁকরা ব্যবসায়ীদের জিম্মি করে তার কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করছেন। মানববন্ধনে বক্তারা আরো বলেন, চরঈশ্বর ইউনিয়ন বর্তমান মেম্বার রাশেদ মেম্বারের খামারের গরু ও মৎস্য প্রজেক্টের মাছ লুট করে নেয়। বিভিন্ন স্থানে বন্দোবস্ত নথির ভূয়া কাগজপত্র সৃজন করে বিক্রির অভিযোগ করেন। এলাকায় আবদুল হালিম আজাদের যাবতীয় অপকর্মের বিরুদ্ধে চরঈশ্বর ইউনিয়নের সর্বস্তরের লোকজন রাস্তায় এসে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই সাবেক আওয়ামী দোসর এলাকার শীর্ষ সন্ত্রাসী আবদুল হালিমের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত