সোমবার, ১৮ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

ভুয়া প্রজ্ঞাপন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্ক বার্তা

ভুয়া প্রজ্ঞাপন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্ক বার্তা
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের নামে সামাজিক ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সম্প্রতি একটি ভূয়া প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, স্মারক নং-০৭ (১৫৩৭) জাতী:বি:/ক:প:/৭০৯০, তারিখ ২২/০৬/২০২৫ উল্লেখ করে যে প্রজ্ঞাপনে অধিভুক্ত সকল বেসরকারি কলেজ ও প্রতিষ্ঠানে সাময়িকভাবে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিয়োগসহ কার্যক্রম স্থগিত করার দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অসত্য প্রচারণা চালিয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা কলেজ পরিদর্শকের স্বাক্ষর জাল করে উল্লিখিত স্মারক নম্বর ব্যবহার করে ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কলেজ কর্তৃপক্ষ ও জনসাধারণকে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা যেকোনো প্রজ্ঞাপন যাচাইয়ের জন্য একমাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd)  অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : জাতীয় বিশ্ববিদ্যাল সতর্ক বার্তা প্রজ্ঞাপন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৮ আগস্ট ২০২৫


ভুয়া প্রজ্ঞাপন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্ক বার্তা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫

featured Image
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের নামে সামাজিক ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সম্প্রতি একটি ভূয়া প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, স্মারক নং-০৭ (১৫৩৭) জাতী:বি:/ক:প:/৭০৯০, তারিখ ২২/০৬/২০২৫ উল্লেখ করে যে প্রজ্ঞাপনে অধিভুক্ত সকল বেসরকারি কলেজ ও প্রতিষ্ঠানে সাময়িকভাবে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিয়োগসহ কার্যক্রম স্থগিত করার দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অসত্য প্রচারণা চালিয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা কলেজ পরিদর্শকের স্বাক্ষর জাল করে উল্লিখিত স্মারক নম্বর ব্যবহার করে ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কলেজ কর্তৃপক্ষ ও জনসাধারণকে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা যেকোনো প্রজ্ঞাপন যাচাইয়ের জন্য একমাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd)  অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত