বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

আমার প্রিয় গ্রাম

আমার প্রিয় গ্রাম

দেখোনি পথের ধারে ফুটেছে ঘাস 

ফুল সারি সারি 

সেখানেই স্মৃতিরা ছড়িয়েছে ডানা

ফেলে আসা মোর বাড়ি।


ফেলে আসা সব স্মৃতিরস্তম্ভ

উড়ছে বকের ঝাকে

দেখোনি চেয়ে ছোট্ট নদীটি

যেতে যেতে পথে বাঁকে। 


তেমনি বাঁকিয়া রয়েছে পরে

হিজলতলার ছায়া

ফেলে আসা বকুলতলার

ঘ্রাণে ভরা সেই মায়া।


সেই মায়াতে এখনো কি মাঠ?

হলুদে হলুদে ভরে

কী অপরূপা মায়াভরা ক্ষেতে!

নজর কি এখনো জুড়ে?

দৃষ্টি এখনো জুড়ায় কি ঘাটে? 

পাল তোলা নায়ের পানে

এখনো কি মাঝি পরাণ জুড়ায়?

মায়াবী সুরের গানে।


শত শত গানে যুগের সুরে

যান্ত্রিক হয়েছি আমি

দূরে বহু দূরে সরেছে 

আমার প্রাণের ভূমি। 

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


আমার প্রিয় গ্রাম

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৫

featured Image
দেখোনি পথের ধারে ফুটেছে ঘাস ফুল সারি সারি সেখানেই স্মৃতিরা ছড়িয়েছে ডানাফেলে আসা মোর বাড়ি।ফেলে আসা সব স্মৃতিরস্তম্ভউড়ছে বকের ঝাকেদেখোনি চেয়ে ছোট্ট নদীটিযেতে যেতে পথে বাঁকে। তেমনি বাঁকিয়া রয়েছে পরেহিজলতলার ছায়াফেলে আসা বকুলতলারঘ্রাণে ভরা সেই মায়া।সেই মায়াতে এখনো কি মাঠ?হলুদে হলুদে ভরেকী অপরূপা মায়াভরা ক্ষেতে!নজর কি এখনো জুড়ে?দৃষ্টি এখনো জুড়ায় কি ঘাটে? পাল তোলা নায়ের পানেএখনো কি মাঝি পরাণ জুড়ায়?মায়াবী সুরের গানে।শত শত গানে যুগের সুরেযান্ত্রিক হয়েছি আমিদূরে বহু দূরে সরেছে আমার প্রাণের ভূমি। 

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত