বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

বিমানে ওঠার আগে মাকে ফোন করেছিল দীপক

বিমানে ওঠার আগে মাকে ফোন করেছিল দীপক
ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হৃদয়বিদারক মৃত্যুর দৃশ্য দেখা গেছে। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয়। টেক অফের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার ধ্বংস হয়ে যায়।


একটি জনবহুল এলাকায় মেডিকেল কলেজ ও হোস্টেলের ওপর বিমানটি ভেঙে পড়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। এই ভয়াবহতার মধ্যে বিমানের ক্রু মেম্বার দীপক পাঠকের পরিবার এখনও কোনো নিশ্চিত খবর না পেয়ে যন্ত্রণায় ছটফট করছে।


বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এপিবি আনন্দ। দীপকের বড় বোন বললেন, আমি এখনও ভাইয়ের কোনো খবর পাইনি।


টিভির খবরের উপরেই নির্ভর করছি। যদি আমাদের কিছু নিশ্চিত করে বলেন, তাহলে আমি কিছু বলব। তিনি আমাদের ভাই।


কোথাও দেখতে পাচ্ছি না। তাই খুব কষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, যত জায়গায় আমাদের সোর্স আছে, কথা বলছি। সকলেই সাহায্য করার চেষ্টা করছে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, খবরের মাধ্যমেই তারা দুর্ঘটনার খবর পেয়েছেন।


সকালে ভাই মাকে ফোন করে জানিয়েছিল যে সে আহমেদাবাদের ওই ফ্লাইটে করেই যাচ্ছে। পরে খবর দেখার পর মা বলেন, এই বিমানেই তো দীপক ছিল।


এরপরই তারা দীপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন। আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, আমাদের একমাত্র ভাই। আমাদের ভাই পড়াশোনায় খুবই ভালো ছিল। রাত জেগে পড়াশোনা করত।


এখনও যত পরীক্ষাই দিত, 'এ' গ্রেডই পেত সে। ওর ব্রেইনটাই আলাদা ছিল।

বিষয় : ভারত বিমান দুর্ঘটনা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


বিমানে ওঠার আগে মাকে ফোন করেছিল দীপক

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৫

featured Image
ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হৃদয়বিদারক মৃত্যুর দৃশ্য দেখা গেছে। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয়। টেক অফের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার ধ্বংস হয়ে যায়।একটি জনবহুল এলাকায় মেডিকেল কলেজ ও হোস্টেলের ওপর বিমানটি ভেঙে পড়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়। এই ভয়াবহতার মধ্যে বিমানের ক্রু মেম্বার দীপক পাঠকের পরিবার এখনও কোনো নিশ্চিত খবর না পেয়ে যন্ত্রণায় ছটফট করছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এপিবি আনন্দ। দীপকের বড় বোন বললেন, আমি এখনও ভাইয়ের কোনো খবর পাইনি।টিভির খবরের উপরেই নির্ভর করছি। যদি আমাদের কিছু নিশ্চিত করে বলেন, তাহলে আমি কিছু বলব। তিনি আমাদের ভাই।কোথাও দেখতে পাচ্ছি না। তাই খুব কষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, যত জায়গায় আমাদের সোর্স আছে, কথা বলছি। সকলেই সাহায্য করার চেষ্টা করছে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, খবরের মাধ্যমেই তারা দুর্ঘটনার খবর পেয়েছেন।সকালে ভাই মাকে ফোন করে জানিয়েছিল যে সে আহমেদাবাদের ওই ফ্লাইটে করেই যাচ্ছে। পরে খবর দেখার পর মা বলেন, এই বিমানেই তো দীপক ছিল।এরপরই তারা দীপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন। আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, আমাদের একমাত্র ভাই। আমাদের ভাই পড়াশোনায় খুবই ভালো ছিল। রাত জেগে পড়াশোনা করত।এখনও যত পরীক্ষাই দিত, 'এ' গ্রেডই পেত সে। ওর ব্রেইনটাই আলাদা ছিল।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত