বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চারদিনের রাষ্ট্রীয় সফরের সময় যুক্তরাজ্যে তার বিরুদ্ধে আয়োজিত একটি ক্ষুদ্র পরিসরের প্রবাসী বিক্ষোভ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া শুরু হয়েছে।
তাতে যোগ দিয়ে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রেস সচিব শফিকুল আলমও রসিকতাপূর্ণ স্ট্যাটাস দেন। বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন, "পুরো ইউরোপে ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০ জন লোক পাওয়া গেছে!"
এই স্ট্যাটাসটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং নানা রকম মন্তব্যে ভরে ওঠে মন্তব্যের ঘর।কেউ সমর্থন জানিয়েছেন হাস্যরসের ভাষায়, আবার কেউ ভাষার ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে সমালোচনাও করেছেন।
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে