শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
ভাড়া ১০০ টাকা বেশি নিয়ে জরিমানা দিলেন ৬০ হাজার
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৫
যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি নেওয়ার কারণে দুইটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ জুন) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলা বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকা ও কক্সবাজারগামী পরিবহনে যাত্রীদের থেকে ঈদকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সোমবার (৯ জুন) রাতে চাটখিল বাস স্ট্যান্ডে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।তিনি হাতে নাতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। ঢাকাগামী হিমালয় পরিবহন ও চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহন নির্ধারিত ভাড়া না মেনে ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল।তাই কাউন্টার দুইটিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেছেন, যদি কোনো পরিবহন সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ঈদ এবং অন্যান্য উৎসবের সময় ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা একদমই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, যদি কারও কাছে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে