শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ঢাকার উদ্দেশে জাপান ছাড়লেন প্রধান উপদেষ্টা

ঢাকার উদ্দেশে জাপান ছাড়লেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

চার দিনের জাপান সফর শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার পথে যাত্রা শুরু করেন।


গত বুধবার (২৮ মে) অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা টোকিও পৌঁছান। চার দিনের জাপান সফরের প্রথম দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।


পরে ২৯ মে ‘নিক্কেই ফোরাম ফর এশিয়া’য় যোগদান এবং জাপানি নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। ৩০ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।


এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। একই দিন প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটরোর সঙ্গে বৈঠক করেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন।

বিষয় : প্রধান উপদেষ্টার জাপান সফর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬


ঢাকার উদ্দেশে জাপান ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৫

featured Image
চার দিনের জাপান সফর শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার পথে যাত্রা শুরু করেন। গত বুধবার (২৮ মে) অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা টোকিও পৌঁছান। চার দিনের জাপান সফরের প্রথম দিনে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ২৯ মে ‘নিক্কেই ফোরাম ফর এশিয়া’য় যোগদান এবং জাপানি নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। ৩০ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। একই দিন প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেটরোর সঙ্গে বৈঠক করেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত