রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে যা বললেন জামায়াত আমির

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে যা বললেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের সদস্যদের উদ্দেশে বলেছেন, যদি কেউ দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে কিছু করেন, তাহলে সংগঠন তার জন্য কোনো দায় নেবে না। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না, ব্যক্তি যেই হোন না কেন।


বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জামায়াতের আমির তার ফেসবুক স্ট্যাটাসে নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দেন।


জামায়াতের আমির আরও বলেন, অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।


বুধবার জামায়াতে ইসলামী সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারের সংবর্ধনা দিয়েছে। সেখানে এক ভাষণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।


তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছে। এতে কারও একার কৃতিত্ব নেই।


বিষয় : জামায়াত রাজনীতি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৫

featured Image
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের সদস্যদের উদ্দেশে বলেছেন, যদি কেউ দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে কিছু করেন, তাহলে সংগঠন তার জন্য কোনো দায় নেবে না। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না, ব্যক্তি যেই হোন না কেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে জামায়াতের আমির তার ফেসবুক স্ট্যাটাসে নেতাকর্মীদের এই হুঁশিয়ারি দেন। জামায়াতের আমির আরও বলেন, অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে। বুধবার জামায়াতে ইসলামী সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারের সংবর্ধনা দিয়েছে। সেখানে এক ভাষণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছে। এতে কারও একার কৃতিত্ব নেই।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত