শনিবার, ২৬ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

আলোচিত শাহীন ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

আলোচিত শাহীন ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
আলোচিত শাহীন ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

কক্সবাজারের পূর্বাঞ্চলের রামুর গর্জনীয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী  অস্ত্র চোরাচালানসহ বহু মামলার আসামি, শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

কক্সবাজার জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রোববার ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ বাহিনীর একটি টিম রামুর মাঝিরকাটা এলাকায় শাহীন ডাকাতের ডেরায় অভিযান চালায়।

ওই সময় ডাকাত শাহীনের নবনির্মিত বাড়ি থেকে ১৯ রাউন্ড বিভিন্ন রকমের রাইফেল-এর গুলি, ১টি টাকা গোনার মেশিন, ২টি দা, ১টি ল্যাপটপ, ৪টি আইপি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে এসময় ডাকাত শাহীনকে পাওয়া যায়নি।

পুলিশের তথ্য সূত্র বলছে, সি,আর ও জি,আর মামলা এবং জিডিসহ প্রায় ১৭ মামলার পলাতক আসামি ডাকাত শাহীন। তার দুই ডজন মামলার মধ্যে ৯টি ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই, ৪টি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা এবং বাকিগুলো বিভিন্ন থানায় জিডি হিসেবে রয়েছে।

বিষয় : আটক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৬ জুলাই ২০২৫


আলোচিত শাহীন ডাকাতের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৫

featured Image
কক্সবাজারের পূর্বাঞ্চলের রামুর গর্জনীয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী  অস্ত্র চোরাচালানসহ বহু মামলার আসামি, শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।কক্সবাজার জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, রোববার ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ বাহিনীর একটি টিম রামুর মাঝিরকাটা এলাকায় শাহীন ডাকাতের ডেরায় অভিযান চালায়।ওই সময় ডাকাত শাহীনের নবনির্মিত বাড়ি থেকে ১৯ রাউন্ড বিভিন্ন রকমের রাইফেল-এর গুলি, ১টি টাকা গোনার মেশিন, ২টি দা, ১টি ল্যাপটপ, ৪টি আইপি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে এসময় ডাকাত শাহীনকে পাওয়া যায়নি।পুলিশের তথ্য সূত্র বলছে, সি,আর ও জি,আর মামলা এবং জিডিসহ প্রায় ১৭ মামলার পলাতক আসামি ডাকাত শাহীন। তার দুই ডজন মামলার মধ্যে ৯টি ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও ছিনতাই, ৪টি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, দুটি মাদক মামলা এবং বাকিগুলো বিভিন্ন থানায় জিডি হিসেবে রয়েছে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত