প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক, যা বললেন প্রেস সচিব
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫
রোববার যমুনায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি বলেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সফর নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতি সাক্ষাৎ করেন।প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে কথা বলেন শফিকুল আলম।তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা জাপানে সফরে যাচ্ছেন। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর। জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রতি খুবই আগ্রহী। আড়াই হাজার জাপানির জন্য একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে।সেই অর্থনৈতিক অঞ্চলে আরও বেশি জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং তাদের জন্য কী সুযোগ-সুবিধা প্রদান করা যায়, সে বিষয়ে তিনি (প্রধান উপদেষ্টা) আলোচনা করবেন। ওই সেমিনারে তিনশোর মতো জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন।তিনি বলেন, আমরা জাপানের কাছে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছি। তার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সাপোর্ট।
প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে