বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

কক্সবাজার সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে আটক ৫

কক্সবাজার সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে আটক ৫
নারী পর্যটককে উত্যক্তের ঘটনায় অভিযুক্তরা

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারী পর্যটকদের উত্যক্তের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।


আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আরিফ (২০), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা এলাকার মো. শরীফ মিয়ার ছেলে মো. জনি মিয়া (১৭), একই উপজেলার তালদশী এলাকার মো. জীবন মিয়ার ছেলে আমির হামজা (১৮), দক্ষিণ খামা এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাকিব (১৮) এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিরহাট এলাকার নুর আলমের ছেলে মো. ওয়ালিদ (২৫)।


অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ জানান, “নারায়ণগঞ্জ থেকে আসা তিন তরুণী মঙ্গলবার সকালে সৈকতের বালিয়াড়িতে ঘুরছিলেন। এ সময় কয়েকজন বখাটে তাদের অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করে। একপর্যায়ে ২-৩ জন গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তরুণীরা শোরগোল শুরু করেন। তখন আশপাশের মানুষ এগিয়ে এসে পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।”


তিনি আরও জানান, ভূক্তভোগী এক তরুণী লিখিত অভিযোগ দিলে ট্যুরিস্ট পুলিশ তা গ্রহণ করে এবং বিকেলে আটক যুবকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।


কক্সবাজারের মতো পর্যটন নগরীতে এ ধরনের ঘটনা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতে টহল আরও জোরদার করা হয়েছে।

বিষয় : কক্সবাজার আটক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫


কক্সবাজার সৈকতে নারী পর্যটককে উত্যক্তের অভিযোগে আটক ৫

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫

featured Image
কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারী পর্যটকদের উত্যক্তের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আরিফ (২০), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা এলাকার মো. শরীফ মিয়ার ছেলে মো. জনি মিয়া (১৭), একই উপজেলার তালদশী এলাকার মো. জীবন মিয়ার ছেলে আমির হামজা (১৮), দক্ষিণ খামা এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাকিব (১৮) এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিরহাট এলাকার নুর আলমের ছেলে মো. ওয়ালিদ (২৫)। অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ জানান, “নারায়ণগঞ্জ থেকে আসা তিন তরুণী মঙ্গলবার সকালে সৈকতের বালিয়াড়িতে ঘুরছিলেন। এ সময় কয়েকজন বখাটে তাদের অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করে। একপর্যায়ে ২-৩ জন গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তরুণীরা শোরগোল শুরু করেন। তখন আশপাশের মানুষ এগিয়ে এসে পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।” তিনি আরও জানান, ভূক্তভোগী এক তরুণী লিখিত অভিযোগ দিলে ট্যুরিস্ট পুলিশ তা গ্রহণ করে এবং বিকেলে আটক যুবকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। কক্সবাজারের মতো পর্যটন নগরীতে এ ধরনের ঘটনা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতে টহল আরও জোরদার করা হয়েছে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত