বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।


মঙ্গলবার (২৭ মে) রাজশাহীতে নবীন রিক্রুট ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে। 


 কারারক্ষীদের বুনিয়াদি কোর্সের প্রশংসা করে উপদেষ্টা বলেন, ‘প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা ও দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 


প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস এবং ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন।

বিষয় : স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫


সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫

featured Image
সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাজশাহীতে নবীন রিক্রুট ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।  কারারক্ষীদের বুনিয়াদি কোর্সের প্রশংসা করে উপদেষ্টা বলেন, ‘প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান, সততা ও দেশপ্রেমের মাধ্যমে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস এবং ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত