মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ইংরেজি-আইসিটি শিক্ষা জরুরি: উপাচার্য ড. আমানুল্লাহ

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ইংরেজি-আইসিটি শিক্ষা জরুরি: উপাচার্য ড. আমানুল্লাহ
ছবি- সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “আমাদের সম্পদের অভাব নেই, শুধু সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে উন্নয়ন সম্ভব হয়নি।”

গতকাল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। গুণগত মানোন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর গভর্নিং বডি ঢেলে সাজানো, কলেজ মনিটরিং, শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি শিক্ষা ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। সিলেবাস সংস্কার ও মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষা-অবকাঠামো সম্পর্কে উপাচার্য বলেন, “১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কলেজটির শিক্ষার্থীসংখ্যা প্রায় ১৬ হাজার হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি, যার মূল কারণ সুশাসনের অভাব।” তিনি কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শওকত আলী, অধ্যাপক মোঃ মহসীন, অধ্যাপক অসীম কুমার বর্মণ ও মোঃ শামীম শরীফ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

বিষয় : জাতীয় বিশ্ববিদ্যাল গাজিপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ইংরেজি-আইসিটি শিক্ষা জরুরি: উপাচার্য ড. আমানুল্লাহ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৫

featured Image
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “আমাদের সম্পদের অভাব নেই, শুধু সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে উন্নয়ন সম্ভব হয়নি।”গতকাল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। গুণগত মানোন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর গভর্নিং বডি ঢেলে সাজানো, কলেজ মনিটরিং, শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।”তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি শিক্ষা ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। সিলেবাস সংস্কার ও মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষা-অবকাঠামো সম্পর্কে উপাচার্য বলেন, “১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কলেজটির শিক্ষার্থীসংখ্যা প্রায় ১৬ হাজার হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি, যার মূল কারণ সুশাসনের অভাব।” তিনি কলেজের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।কলেজ অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শওকত আলী, অধ্যাপক মোঃ মহসীন, অধ্যাপক অসীম কুমার বর্মণ ও মোঃ শামীম শরীফ।অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত