বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশা, ফারুকীও গ্রেপ্তার হওয়ার কথা: রাশেদ খান

নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশা, ফারুকীও গ্রেপ্তার হওয়ার কথা: রাশেদ খান
নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশা, ফারুকীও গ্রেপ্তার হওয়ার কথা: রাশেদ

নুসরাত ফারিয়াদের গ্রেপ্তারকে গণহত্যার বিচারকে হালকা করার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।



রোববার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন, "নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু?"


তিন আরও লিখেন, ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেখানে স্বয়ং নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বক সিদ্দিক সাহেব! সাবের-মান্নানদের জামিন তদবির করেছেন রেজওয়ানা আপারা। উপদেষ্টা পরিষদে আলী ইমাম মজুমদারদের মতো শেখ মুজিবপ্রেমীরা রয়েছেন। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে ছিঁচকে চোর ধরা নিয়ে ব্যস্ত! আর ডাকাতদের সেইফ এক্সিট ও প্রটেকশন দিচ্ছে। গণহত্যার বিচার ও দাবিকে নরমালাইজড করার জন্য এই ধরনের ফাতরামো শুরু করেছে সরকার।

এছাড়াও তিনি আরও লিখেন, কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত। কিন্তু রাঘববোয়াল ছেড়ে ছিঁচকে চোর ধরে হৈচৈ তৈরি করার মহত্ত্ব কি?

বিষয় : গ্রেপ্তার রাশেদ খাঁন নুসরাত ফারিয়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশা, ফারুকীও গ্রেপ্তার হওয়ার কথা: রাশেদ খান

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৫

featured Image
নুসরাত ফারিয়াদের গ্রেপ্তারকে গণহত্যার বিচারকে হালকা করার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।রোববার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন, "নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু?"তিন আরও লিখেন, ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেখানে স্বয়ং নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বক সিদ্দিক সাহেব! সাবের-মান্নানদের জামিন তদবির করেছেন রেজওয়ানা আপারা। উপদেষ্টা পরিষদে আলী ইমাম মজুমদারদের মতো শেখ মুজিবপ্রেমীরা রয়েছেন। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে ছিঁচকে চোর ধরা নিয়ে ব্যস্ত! আর ডাকাতদের সেইফ এক্সিট ও প্রটেকশন দিচ্ছে। গণহত্যার বিচার ও দাবিকে নরমালাইজড করার জন্য এই ধরনের ফাতরামো শুরু করেছে সরকার।এছাড়াও তিনি আরও লিখেন, কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত। কিন্তু রাঘববোয়াল ছেড়ে ছিঁচকে চোর ধরে হৈচৈ তৈরি করার মহত্ত্ব কি?

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত