শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
The Dhaka News Bangla

পূর্বকোণে সরেজমিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকরা

পূর্বকোণে সরেজমিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকরা
ছবি: দ্যা ঢাকা নিউজ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার প্রায় ২৫ জন সদস্য আজ রবিবার (১৮ মে) চট্টগ্রামের খ্যাতনামা আঞ্চলিক দৈনিক পূর্বকোণ কার্যালয় পরিদর্শন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে তারা সংবাদপত্রের দৈনন্দিন কার্যক্রম, সংবাদ সংগ্রহ ও প্রকাশনার প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করেন।

পরিদর্শন শুরু হয় দুপুর ১২টায়। এ সময় পূর্বকোণের নগর সম্পাদক নওশের আলী খান, বার্তা সম্পাদক হাসনাত মোর্শেদ এবং প্রধান প্রতিবেদক সাইফুল আলম তরুণ লেখকদের উদ্দেশে নাগরিক সাংবাদিকতা, মোজো জার্নালিজম ও ফিচার লেখার কৌশল নিয়ে আলোচনা করেন।

বার্তা সম্পাদক হাসনাত মোর্শেদ বলেন, দেশসেরা আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণ তরুণদের ডাকে সবসময় সাড়া দেয়। আজকের এই আয়োজন তারই উদাহারণ। পূর্বকোণ গত ১৬ মে থেকে নিয়মিত ফিচার পাতা প্রকাশ করে আসছে। আপনাদের লেখালেখির জন্য এটি বড় একটি সুযোগ।

প্রধান প্রতিবেদক ও পূর্বকোণ অনলাইন হেড সাইফুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি লেখালেখি একটা দারুণ কাজ। সেইসাথে তথ্য সংগ্রহ, সংবাদ তৈরি, প্রমিত উচ্চরণ, কম্পিউটার ও সাধারণ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারলে লেখক ফোরামের সদস্যরা আরও ভালো করবে। এসময় তিনি নাগরিক সাংবাদিকতা ও মোজো জার্নালিজম নিয়েও আলোচনা করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তরুণ লেখকরা পূর্বকোণের বার্তাকক্ষ, ডিজিটাল বিভাগ, কম্পিউটার বিভাগ, ডিজিটাল স্টুডিও এবং ছাপাখানা ঘুরে দেখেন। এ সময় পৃষ্ঠাসজ্জা, ডিজিটাল কনটেন্ট তৈরি ও ছাপাখানার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এসময় সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন সংবাদমাধ্যমটির বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, অনলাইনের শিফট ইনচার্জ এহছানুল হক, মহাব্যবস্থাপক মোজাম্মেল জিলানী।

লেখক ফোরামের উপদেষ্টা আজহার মাহমুদ বলেন, আমাদের তরুণনদের জন্য দৈনিক পূর্বকোণ পথপ্রদর্শক হিসেবেই ভূমিকা রাখছে। নানা ব্যতিক্রমধর্মী উদ্যোগের কারণে শুরু থেকেই সব মহলে বেশ সমাদৃত হয়েছে সংবাদপত্রটি। সরেজমিনে এই পরিদর্শনের মাধ্যমে অর্জিত জ্ঞান আমাদের সদস্যদের জীবনে বেশ কাজে আসবে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদের তত্ত্ববধানে এ সময় উপস্থিত ছিলেন শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি, দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক পলাশ রক্ষিত প্রমুখ।

এই উদ্যোগ তরুণ লেখকদের সাংবাদিকতা ও লেখালেখির জগতে আরও আগ্রহী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : জাতীয় বিশ্ববিদ্যাল গাজিপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫


পূর্বকোণে সরেজমিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকরা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৫

featured Image
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার প্রায় ২৫ জন সদস্য আজ রবিবার (১৮ মে) চট্টগ্রামের খ্যাতনামা আঞ্চলিক দৈনিক পূর্বকোণ কার্যালয় পরিদর্শন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে তারা সংবাদপত্রের দৈনন্দিন কার্যক্রম, সংবাদ সংগ্রহ ও প্রকাশনার প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করেন।পরিদর্শন শুরু হয় দুপুর ১২টায়। এ সময় পূর্বকোণের নগর সম্পাদক নওশের আলী খান, বার্তা সম্পাদক হাসনাত মোর্শেদ এবং প্রধান প্রতিবেদক সাইফুল আলম তরুণ লেখকদের উদ্দেশে নাগরিক সাংবাদিকতা, মোজো জার্নালিজম ও ফিচার লেখার কৌশল নিয়ে আলোচনা করেন।বার্তা সম্পাদক হাসনাত মোর্শেদ বলেন, দেশসেরা আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণ তরুণদের ডাকে সবসময় সাড়া দেয়। আজকের এই আয়োজন তারই উদাহারণ। পূর্বকোণ গত ১৬ মে থেকে নিয়মিত ফিচার পাতা প্রকাশ করে আসছে। আপনাদের লেখালেখির জন্য এটি বড় একটি সুযোগ।প্রধান প্রতিবেদক ও পূর্বকোণ অনলাইন হেড সাইফুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি লেখালেখি একটা দারুণ কাজ। সেইসাথে তথ্য সংগ্রহ, সংবাদ তৈরি, প্রমিত উচ্চরণ, কম্পিউটার ও সাধারণ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করতে পারলে লেখক ফোরামের সদস্যরা আরও ভালো করবে। এসময় তিনি নাগরিক সাংবাদিকতা ও মোজো জার্নালিজম নিয়েও আলোচনা করেন।পরিদর্শনের অংশ হিসেবে তরুণ লেখকরা পূর্বকোণের বার্তাকক্ষ, ডিজিটাল বিভাগ, কম্পিউটার বিভাগ, ডিজিটাল স্টুডিও এবং ছাপাখানা ঘুরে দেখেন। এ সময় পৃষ্ঠাসজ্জা, ডিজিটাল কনটেন্ট তৈরি ও ছাপাখানার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এসময় সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন সংবাদমাধ্যমটির বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, অনলাইনের শিফট ইনচার্জ এহছানুল হক, মহাব্যবস্থাপক মোজাম্মেল জিলানী।লেখক ফোরামের উপদেষ্টা আজহার মাহমুদ বলেন, আমাদের তরুণনদের জন্য দৈনিক পূর্বকোণ পথপ্রদর্শক হিসেবেই ভূমিকা রাখছে। নানা ব্যতিক্রমধর্মী উদ্যোগের কারণে শুরু থেকেই সব মহলে বেশ সমাদৃত হয়েছে সংবাদপত্রটি। সরেজমিনে এই পরিদর্শনের মাধ্যমে অর্জিত জ্ঞান আমাদের সদস্যদের জীবনে বেশ কাজে আসবে বলে আমার বিশ্বাস।বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা আজহার মাহমুদের তত্ত্ববধানে এ সময় উপস্থিত ছিলেন শাখার সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি, দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক পলাশ রক্ষিত প্রমুখ।এই উদ্যোগ তরুণ লেখকদের সাংবাদিকতা ও লেখালেখির জগতে আরও আগ্রহী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

The Dhaka News Bangla

প্রকাশক এবং সম্পাদক : তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত