
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) নতুন উপজেলা শাখা। এ উপলক্ষে শুক্রবার (১৬ই মে) কাপাসিয়া হরিমঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন ২৫ জন শিক্ষার্থী।
সেমিনারে নাগরিক শিক্ষা, ডিজিটাল স্বাক্ষরতা, লিঙ্গ-সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের ভূমিকা, এবং লবিং ও অ্যাডভোকেসির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিবিডি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. সাকিব হাসান সজীব এবং প্রজেক্ট অফিসার জাকিয়া আক্তার ঊর্মী।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বোর্ডের সভাপতি তাসনিয়া খানম অনিমা এবং গাজীপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক মো. আকাশ।
উল্লেখ্য, এর আগে কালিগঞ্জ উপজেলাতেও ভিবিডির নতুন শাখা উদ্বোধন করা হয়েছিল।
শনিবার, ১৭ মে ২০২৫
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে